ম্যানিলা: শেষ পর্যন্ত ব্রোঞ্জ পদক পেয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে পিভি সিন্ধুকে (PV Sindhu)। এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে সিন্ধু শনিবার ২১-১৩,
১৯-২১, ১৬-২১ গেমে হেরে গেলেন জাপানের আকানে ইয়ামাগুচির কাছে। তবে এই হার নিয়ে বিতর্ক রয়েছে।
শুরুটা দারুণ করেছিলেন সিন্ধু। জাপানি প্রতিদ্বন্দ্বীকে প্রায় দাঁড় করিয়েই তিনি প্রথম গেম জিতে নিয়েছিলেন। দ্বিতীয় গেমেও একটা সময় সিন্ধু ১৩-১১ পয়েন্টে এগিয়ে গিয়েছিলেন। কিন্তু সেই সময়ই পেনাল্টির জন্য একটি পয়েন্ট খোয়াতে হয় ভারতীয় ব্যাডমিন্টন তারকাকে। নইলে ১৪-১১ পয়েন্টে এগিয়ে যেতেন তিনি। আম্পায়ারের সঙ্গে তর্ক করে মনঃসংযোগও হারান তিনি। আর সেই সুযোগ কাজে লাগিয়ে শেষ পর্যন্ত দ্বিতীয় গেম জিতে যান ইয়ামাগুচি। নির্ণায়ক তৃতীয় গেমেও আর ম্যাচে ফিরতে পারেননি সিন্ধু।
আরও পড়ুন: ওয়েব স্ট্রিমিংয়ে এবার নতুন ইনিংস শাস্ত্রীর
ম্যাচের পর ক্ষুব্ধ সিন্ধুর (PV Sindhu) অভিযোগ, ‘‘আম্পায়ার আমাকে বলেন, তুমি সার্ভিস করতে দেরি করছ। তাই তোমার বিরুদ্ধে পেনাল্টি পয়েন্ট দেওয়া হল। অথচ প্রতিদ্বন্দ্বী তৈরি হতে দেরি করছিল বলেই আমি অপেক্ষা করছিলাম। এটা আমার প্রতি অবিচার। এর জন্যই ম্যাচটা হেরে গেলাম।’’