প্রতিবেদন : শীতঘুমের মধ্যেই বিপত্তি। হঠাৎ দেখা যায় অজগরের (Python) মাথার সামনেটা ফুলে উঠেছে। ক্রমেই সেই ফোলাভাব বাড়ছে। তারপরই শীত ঘুম ভাঙিয়ে অজগরকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন, মাথার কাছে বেশ বড় ধরনের টিউমার হয়েছে। তড়িঘড়ি অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে আলিপুর চিড়িয়াখানায় নিজের আস্তানায় ফিরে এসেছে অজগরটি।
ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি— তিনমাস ঘুমে আচ্ছন্ন থাকে সাপ। খাওয়া-দাওয়াও সেভাবে করে না। চিড়িয়াখানার সরীসৃপ আবাসে নজরদারি চালানোর সময়ই লক্ষ্য পড়ে ১৩ ফুট দৈর্ঘ্যের বার্মিজ পাইথনের মাথার ফোলাভাব। প্রাণী চিকিৎসকের পরামর্শে তাকে সটান নিয়ে যাওয়া হয় আলিপুর পশু হাসপাতালে। ইউএসজি, এক্স-রে হয়। রিপোর্টে ধরা পড়ে বড়সড় টিউমার রয়েছে মাথা ও ঘাড়ের মাঝে। অপারেশন না করলে প্রাণসংশয় হতে পারে। ফলে জরুরি পরিস্থিতিতে অস্ত্রোপচার করা হয়।
সাপের ওজন বুঝে অ্যানাস্থেশিয়া করা হয়। সাপের ক্ষেত্রে অ্যানাস্থেশিয়া ঝুঁকিপূর্ণ। তারপর টিউমারের অবস্থান বিপজ্জনক জায়গায়। শেষমেশ অপারেশন সফল হয়। প্রাণী চিকিৎসকরা দক্ষতার সঙ্গে অজগরের (Python) টিউমার কেটে বাদ দেন। রাজ্য জু অথরিটির মেম্বার সেক্রেটারি সৌরভ চৌধুরি জানান, অপারেশনের পরে সাপটি বেশ কিছুদিন হাসপাতালে পর্যবেক্ষণে ছিল। পুরোপুরি সুস্থ হওয়ার পর খাঁচায় ফিরিয়ে আনা হয়েছে সাপটিকে।
আরও পড়ুন-মেঘলা লন্ডনে প্রস্তুতি মুখ্যমন্ত্রীর, আজ থেকে শুরু টানা কর্মসূচি