কাতার বিশ্বকাপের বল ‘আল রিহলা’

ফিফার তরফ থেকে আরও জানানো হয়েছে, অ্যাডিডাসের নিজস্ব গবেষণাগারে অনেক পরীক্ষা-নিরীক্ষার পর এই বলকে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে।

Must read

জুরিখ, ৩০ মার্চ : কাতার বিশ্বকাপের অফিশিয়াল বল প্রকাশ্যে আনল ফিফা। অ্যাডিডাসের তৈরি এই বলের নাম দেওয়া হয়েছে ‘আল রিহলা’। আরবি ভাষায় যার অর্থ ‘সফর’। বলের ডিজাইনে আয়োজক দেশ কাতারের সংস্কৃতি, স্থাপত্য, পতাকা ও ঐতিহ্যবাহী নৌকার আদল রয়েছে। এই বল সম্পর্কে ফিফার ওয়েবসাইটে লেখা হয়েছে, ‘‘বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে বাতাসে সবচেয়ে দ্রুতগামী বল হবে আল রিহলা। ম্যাচের গতি আরও বাড়ানোর লক্ষ্য নিয়েই এই বলের ডিজাইন করা হয়েছে।’’

আরও পড়ুন-চোখের জলে শেষ বিদায় ওয়ার্নিকে

ফিফার তরফ থেকে আরও জানানো হয়েছে, অ্যাডিডাসের নিজস্ব গবেষণাগারে অনেক পরীক্ষা-নিরীক্ষার পর এই বলকে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে। বাতাসে ভাসিয়ে দেখা হয়েছে। মাঠে ফুটবলাররাও এই বল নিয়ে প্র্যাকটিস করেছেন। উপরের চামড়ার গুণগত মান ও প্যানেল আকৃতির কারণে এই বল সম্পূর্ণ নিখুঁত। ফিফার দাবি, এই বল ফুটবলারদের মন জয় নেবে। আরও জানা গিয়েছে, টুর্নামেন্ট শুরুর আগে বিশ্বের ১০টি বাছাই করা শহরে এই বল নিয়ে ঘুরবেন ইকের ক্যাসিয়াস, কাকাদের মতো প্রাক্তন তারকারা।

Latest article