কাতারের মুন টাওয়ার এবার হুগলির জিরাটে

রথ মানেই খুঁটি পুজো। আর খুঁটি পুজো মানেই নিঃশব্দে ঢাকে কাঠি পড়ে যাওয়া। ব্যতিক্রম হলনা জিরাট আদি বারোয়ারিও।

Must read

সংবাদদাতা, হুগলি : রথ মানেই খুঁটি পুজো। আর খুঁটি পুজো মানেই নিঃশব্দে ঢাকে কাঠি পড়ে যাওয়া। ব্যতিক্রম হলনা জিরাট আদি বারোয়ারিও। খুঁটি পুজো দিয়ে শুরু হল বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আমেজ। বলাগড়ের জিরাট আদি বারোয়ারিতে এবছর কাতারের মুন টাওয়ারের আদলে তৈরি হচ্ছে পুজো মণ্ডপের থিম। এবার ৭৪ তম বর্ষে পা দেবে এই ক্লাবের পুজো।ক্লাব কর্তৃপক্ষ জানাচ্ছেন, প্যান্ডেলের উচ্চতা প্রায় ৯০ ফুট ও চওড়া ১২০ ফুট। মন্ডপ নির্মাণ করতে খরচ হবে প্রায় সাড়ে ১৯ লক্ষ টাকা।

আরও পড়ুন-প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির তদন্তে গিয়ে বিজেপি শাসিত বিহারেই আক্রান্ত হল সিবিআই টিম

পুজোয় মোট ব্যয় হবে ৩২ লক্ষ টাকা। ক্রিস্টাল পাথর দিয়ে তৈরি হবে দর্শনার্থীদের যাবার পথ। প্রতিমার গায়েও থাকবে বিভিন্ন ছোট ছোট পাথর দিয়ে সাজানো। দুর্গার ডান দিকে থাকে লক্ষী গণেশ ও বামদিকে থাকে কার্তিক সরস্বতী । তবে আদি বারোয়ারির পুজোয় ডান দিকে থাকে কার্তিক সরস্বতী ও বাম দিকে থাকে লক্ষী গণেশ। এই নিয়ম চলছে বেশ কয়েক বছর ধরেই। পুজো উপলক্ষে বসে মেলাও। তৃতীয়ার দিন উদ্বোধন হবে পুজোর। কমিটির সম্পাদক অসিত সিংহ জানান, স্বাধীনতার কয়েক বছর আগে ওপার বাংলা থেকে কিছু মানুষ চলে আসে বলাগড়ের জিরাটে। সেখানে এসেই তারা দুর্গাপুজোর সূচনা করেন। তখন থেকেই একচালার কাঠামোয় হয়ে আসছে পুজো। খুঁটি পুজোর মধ্যে দিয়ে উৎসবের সূচনা হল।

Latest article