মোদি-আদানি সম্পর্ক নিয়ে প্রশ্ন, তাই নিশানা

Must read

প্রতিবেদন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শিল্পপতি গৌতম আদানির ঘনিষ্ঠতা নিয়ে প্রকাশ্যে বারবার সরব হওয়া ও সংসদে প্রশ্ন তোলাতেই তাঁর সাংসদ পদ খারিজ হয়েছে। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর ঘোষণা, এর পরেও তাঁকে মোদি-আদানি (Narendra Modi- Gautam Adani) প্রশ্ন থেকে বিরত করা যাবে না। তাঁকে জেলে পাঠালেও কিছু যায়-আসে না। দেশে গণতন্ত্র ফেরানোর স্বার্থে যা করণীয় করবেন তিনি।

আরও পড়ুন: জামিনের শুনানি পিছোল

শুক্রবার লোকসভার সাংসদ পদ খারিজের পর শনিবার যথেষ্ট আক্রমণাত্মক মেজাজেই দেখা যায় কংগ্রেসের প্রাক্তন সভাপতিকে। তিনি বুঝিয়ে দেন, আদানি ও বিজেপি কার্যত সমার্থক। রাহুলের কথায়, আমি নরেন্দ্র মোদিকে (Narendra Modi- Gautam Adani) আক্রমণ করিনি। প্রশ্ন তুলেছি আদানির সম্পর্কে। আদানির সমালোচনা করলে বিজেপির গায়ে লাগছে কেন? রাহুল প্রশ্ন তোলেন, আদানির সেল কোম্পানিতে ২০ হাজার কোটি টাকা কে বিনিয়োগ করল? ভুয়ো সংস্থা মারফত ২০ হাজার কোটি বিনিয়োগ হল কীভাবে? প্রতিরক্ষা সংস্থার তরফে কীভাবে বিনিয়োগ তার জবাব প্রতিরক্ষা মন্ত্রকের কাছেও নেই। আদানির পরিকাঠামোর ব্যবসা আছে, কিন্তু ওই ব্যবসায় খাটানো টাকা তাঁর নয়। সংসদে আমার বক্তৃতা মুছে ফেলা হল। আমি স্পিকারের কাছে আর্জি জানালাম যাতে আমাকে বলতে দেওয়া হয়। কিন্তু তিনি বললেন, তিনি তা করতে পারবেন না। রাহুল গান্ধীর অভিযোগ, মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই তাঁর সঙ্গে আদানির প্রকাশ্য ঘনিষ্ঠতা এবং ছবি নিয়ে প্রশ্ন তুলেছিলাম। বিজেপি এখন ওবিসি প্রসঙ্গ তুলে কথা ঘোরানোর চেষ্টা করছে। তবে ওরা যাই করুক, মোদির সঙ্গে আদানির সম্পর্ক আর আদানির সেল কোম্পানির ২০ হাজার কোটি টাকার উৎস নিয়ে প্রশ্ন আমি থামাব না। এদিন কংগ্রেস নেতা প্রশ্ন তোলেন মুম্বই-সহ বিভিন্ন বিমানবন্দরের লিজ দেওয়ার নিয়ম পাল্টে কীভাবে আদানির হাতে তুলে দেওয়া হয়েছে তা নিয়েও। তিনি মনে করিয়ে দেন, শ্রীলঙ্কার বিদ্যুৎ পর্ষদের চেয়ারম্যান জানিয়েছেন সেদেশের বিদ্যুৎ প্রকল্পের বরাত আদানিকে দিতে খোদ মোদি কলম্বোর উপর চাপ তৈরি করেছিলেন। রাহুলের যুক্তি, সংসদে ফের যাতে আদানিকে নিয়ে কোনও কথা বলতে না পারি সেজন্যই আমার সাংসদ পদ বাতিল।

Latest article