প্রতিবেদন : বুধবার রাতের আরটিপিসিআর রিপোর্ট অনুযায়ী সমস্ত ফুটবলার ও কোচিং স্টাফের কোভিড রিপোর্ট নেগেটিভ। তা সত্ত্বেও বৃহস্পতিবার ইস্টবেঙ্গলকে অনুশীলন করতে দেওয়া হল না আইএসএলের তরফে। অরিন্দম, আদিলরা অনুশীলনে নামতে পারবেন না শুক্রবারও। যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ লাল-হলুদ শিবির।
আরও পড়ুন-কল সেন্টার খুলে প্রচার প্রার্থীর
এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তরফে বৃহস্পতিবার রাতে লিগ সিইওকে চিঠি দিয়ে জানতে চাওয়া হল অনুশীলন বন্ধ রাখার যথার্থ কারণ। বৃহস্পতিবার নতুন করে কোভিড রিপোর্ট আসেনি। বুধবার রাতের কোভিড রিপোর্ট সবার নেগেটিভ সত্ত্বেও কেন অনুশীলন বন্ধ রাখা হবে? তাহলে দল ম্যাচ কীভাবে খেলবে? এই প্রশ্ন তুলছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। জানা গিয়েছে, টিম হোটেলের একজন কর্মীর উপসর্গ থাকায় সতর্কতা হিসেবেই নাকি ইস্টবেঙ্গলকে অনুশীলন করতে দেয়নি লিগ কর্তৃপক্ষ। কিন্তু এমন অনিশ্চয়তার মধ্যে লিগ কিছুদিনের জন্য কেন বন্ধ রাখা হবে না? এই প্রশ্নও উঠছে।
এদিকে, গোয়া পৌঁছে ইস্টবেঙ্গলে কোয়ারেন্টিনে যোগ দিয়েছেন দুই বিদেশি মার্সেলো রিবেইরো স্যান্টস ও ফ্রান্সিসকো সোতা।