নয়াদিল্লি : ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত বিগত পাঁচ বছরে ৯, ৯১, ৬৪০ কোটি টাকার বকেয়া ঋণ মুছে ফেলা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী ভাগবত কে কারাড এই তথ্য রাজ্যসভায় জানিয়েছেন। ২০১৭-১৮ থেকে ২০২১-২২ পর্যন্ত বিগত পাঁচটি অর্থবর্ষের প্রতিটিতেই পরিশোধ না করা ঋণ মুছে ফেলার একটি পরিসংখ্যান দেওয়া হয়েছে। যা থেকে দেখা যাচ্ছে, পরিশোধ না করা ঋণ সবথেকে বেশি মুছে ফেলা হয়েছে ২,৩৬,২৬৫ কোটি টাকা।
আরও পড়ুন-শুধু ভাঙা নয়, সরকার কিনে নেওয়ার চেষ্টা চলছে, বিস্ফোরক অভিযোগ হেমন্ত সোরেনের
উল্লেখ্য, ২০১৮-১৯ অর্থবর্ষের মার্চ মাসে লোকসভা নির্বাচন হয়েছিল। কেন্দ্রীয় সরকারের এই পরিসংখ্যান আসতেই মুখ খুলেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জহর সরকার। তিনি বলেছেন, সবেমাত্র ১০ লক্ষ কোটি ঋণখেলাপি ও দেশ ছেড়ে উধাও হওয়ার খবর এসেছে। অথচ এটা সরকারের টাকা নয়, আপনার এবং আমাদের টাকা ব্যাঙ্কের কাছে গচ্ছিত রয়েছে। তার সুরক্ষাই এখন প্রশ্নের মুখে। তৃণমূল সাংসদের প্রশ্ন, এই খারাপ ঋণগ্রহীতারা রাজনৈতিক দল এবং ব্যাঙ্কের কর্তাদের কত টাকা দিয়েছিল তাদের এই বিশাল ঋণ মঞ্জুর করা এবং তারপর মুছে ফেলার জন্য?