প্রতিবেদন : ডিভিসির ছাড়া জলে বানভাসি বাংলার বিভিন্ন জেলা। দু’দিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) দুর্গত এলাকা পরিদর্শন করে মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের আশ্বস্ত করছেন। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার নারায়ণদাঁড়ি ও হাওড়ার আমতা-উদয়নারায়ণপুরে জলবন্দি মানুষদের মাঝে গিয়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দিলেন। জেলা শাসককে কড়া নির্দেশ দিয়ে তিনি জানিয়ে দিলেন, যত দ্রুত সম্ভব দুর্গতদের উদ্ধার করে ত্রাণ শিবিরে পৌঁছে দিতে হবে। দ্রুত ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ির তালিকা তৈরি করতে হবে। যতদিন পর্যন্ত না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন পর্যন্ত থাকা-খাওয়ার দায়িত্ব রাজ্য বহন করবে বলেও তিনি জানিয়ে দেন।
আরও পড়ুন-এবার পথভোলা কলকাতা অমৃতসর এক্সপ্রেস ট্রেন
এদিন সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) বার্তা, দুর্গতদের পাশে থাকতে আমাদের মা-মাটি-মানুষের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ত্রাণ পরিষেবা চালু আছে। প্রত্যেক পরিবার যেন ত্রাণ পরিষেবা পায়, তা সুনিশ্চিত করেছি। কোনও একজন মানুষেরও ক্ষতি যেন না হয়, সেটি নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। তাঁর স্পষ্ট কথা, রাজ্য সরকার যথেষ্ট পরিমাণে ত্রাণ পাঠিয়েছে। ত্রাণ নিয়ে আর কোনও অভিযোগ যেন শুনতে না হয়, কোনও অভিযোগ যেন নবান্ন পর্যন্ত না যায়। পুরো বিষয়টি দেখার দায়িত্ব তিনি সরাসরি জেলাশাসক ও পুলিশ সুপারের হাতে তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। দুর্গতদের আশ্বস্ত করে জানান, যাদের ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তার তালিকা দ্রুত তৈরি করে আমাকে দেবেন জেলাশাসক। যাঁদের চাষের ক্ষতি হয়েছে তাঁরা কোনও চিন্তা করবেন না। রাজ্য সরকার আপনাদের সমস্ত রকম ক্ষতিপূরণের ব্যবস্থা করবে। মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে নির্দেশ দিয়ে জানান, দ্রুত পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিন। মুখ্যমন্ত্রীর বার্তা, আর্ত মানুষের পাশে আজীবন থাকার প্রতিজ্ঞা নিয়েই রাজনীতির ময়দানে পা রেখেছিলাম। আজ আমার রাজ্যবাসীর একাংশ বন্যা পরিস্থিতির কারণে বিপদের সম্মুখীন। আমাদের প্রশাসন দিবারাত্রি তাঁদের পাশে আছে।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…