মগরাহাটে কুইন্টাল কুইন্টাল মাদকের প্যাকেট উদ্ধার, সাফল্য পুলিশি অভিযানে

জানা গিয়েছে, ওই মাদক নিয়ে আসা হচ্ছিল পড়শি রাজ্য ওড়িশা থেকে। কোথায় পাচার করা হচ্ছিল? বা এর সঙ্গে যারা জড়িত সেসবই জানার চেষ্টা চলছে।

Must read

নাজির হোসেন লস্কর, মগরাহাট: গোপনে চলছিল মাদক পাচার৷ পুলিশি অভিযানে সেই পাচার রুখল মগরাহাট থানার পুলিশ৷ উদ্ধার হল কুইন্টাল কুইন্টাল মাদকের প্যাকেট৷ যার বাজারমূল্য কোটি টাকার উপরে বলে মনে করা হচ্ছে৷ ঘটনায় আটক করা হয়েছে এক ব্যক্তিকে৷

আরও পড়ুন-খুনের চেয়েও অপরাধ! ৪৫৪ গাছ কাটার মামলায় বিরাট অঙ্কের সুপ্রিম-জরিমানা

ডায়মন্ড হারবার জেলা পুলিশের খবর ছিল যে মাদক পাচারের সম্ভাবনা রয়েছে৷ গোপন সূত্রে এই খরব মেলায় মঙ্গলবার মধ্যরাত থেকে মগরাহাট থানার ওসি পীযূষকান্তি মণ্ডলের নেতৃত্বে ধামুয়া-মাগুরপুকুর রোডে শুরু হয় তল্লাশি অভিযান৷ একের পর এক গাড়ি দাঁড় করিয়ে শুরু হয় চেকিং৷ এমন সময় একটি টাটা ভি ৩০ কন্টেনারকে তল্লাশির কথা জানাতেই পগার পার গাড়ির চালক৷ চালক পালাতেই সন্দেহের দানা বাঁধে পুলিশের৷ পেছনের দরজা খুলতেই দেখা যায় সারি সারি মাছের ক্রেট৷ সেগুলো নামানোর পরেও হদিশ মেলেনি নিষিদ্ধ মাদকের৷ কিন্তু কন্টেনারের ভেতর কারসাজি দেখেই পুলিশ আধিকারিকদের সন্দেহ হয়৷ এরপর ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে ও ডেপুটি মেজিস্ট্রেট তথা মগরাহাট ২ বিডিও তুহিনশুভ্র মোহান্তির উপস্থিতিতে ভাঙা হয় কন্টেনার গাড়ির মধ্যে কারসাজি করে রাখা ভোল্ট৷ কিছুটা ভাঙতেই চক্ষু চড়কগাছ৷ একের পর এক কেজি খানেকের করে কয়েক শো নিষিদ্ধ মাদক প্যাকেট উদ্ধার৷ ততক্ষণে স্থানীয়রা ভিড় জমান এলাকায়৷ ভিনরাজ্য থেকে ফিল্মি কায়দায় মাদক পাচারের এমন কারসাজি দেখে হতবাক হয়ে যান স্থানীয়রা৷
মিতুন কুমার দে জানান, উদ্ধার হওয়া প্যাকেটগুলিতে নিষিদ্ধ মাদক আছে। গাঁজা হওয়ার প্রবল সম্ভবনা। আনুমানিক দুশোর উপর এই প্যাকেট রয়েছে৷ যার আনুমানিক বাজারমূল্য কোটি টাকার উপরে বলে মনে করছে তদন্তকারীরা৷
মিতুন কুমার দে বলেন, মগরাহাট থানার ওসির নেতৃত্ব পুলিশকর্মীরা লাগাতার ট্র্যাক করার চেষ্টা করছিল। তাদের অভিযানে এত বিপুল পরিমাণ মাদক উদ্ধার৷ একটা বড় সাফল্য আমাদের টিম পেয়েছে৷ চালক পালিয়ে গেলেও গাড়ির মধ্যে থাকা একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই মাদক নিয়ে আসা হচ্ছিল পড়শি রাজ্য ওড়িশা থেকে। কোথায় পাচার করা হচ্ছিল? বা এর সঙ্গে যারা জড়িত সেসবই জানার চেষ্টা চলছে।

Latest article