মিথ্যাচার ছেড়ে ঘরছাড়াদের নাম-পরিচয় বলুন, আমরা ঘরে ফেরাব : কীর্তি আজাদ

জনাদেশে গোহারান হারের পর বিজেপি ভোটপরবর্তী হিংসার অভিযোগ তুলে বাজার গরম করতে চাইছে।

Must read

সংবাদদাতা, বর্ধমান : জনাদেশে গোহারান হারের পর বিজেপি ভোটপরবর্তী হিংসার অভিযোগ তুলে বাজার গরম করতে চাইছে। যেসব অভিযোগের আদৌ কোনও ভিত্তি নেই। বিপুল ভোটে হারের পর রবিবার অবশেষে দিলীপ ঘোষ বর্ধমানে এসেছেন। আগের সেই ঔদ্ধত্য, হুমকি ও ধর্মীয় উসকানি নেই। এখন ওঁর বড় আশ্রয় সন্ত্রাস-তত্ত্ব। নির্বাচনী টাকাপয়সার ভাগ-বাঁটোয়ারা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বিজেপি নেতাদের দাবি, তাঁদের বহু কর্মী নাকি ঘরছাড়া। তাঁদের বিজেপি পার্টি অফিসে থাকতে হচ্ছে।

আরও পড়ুন-বিহার থেকে অস্ত্র পাঠিয়ে সন্ত্রাস ছড়াচ্ছে বিজেপি

বিজেপির এই মিথ্যাচারের জবাবে বর্ধমান-দুর্গাপুর আসনে জয়ী তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ জানিয়েছেন, মিথ্যাচার করছে বিজেপি। এটা বাংলা, উত্তরপ্রদেশ নয়। কারও যদি কোনও অভিযোগ থাকে, তাঁরা পুলিশ প্রশাসনকে জানালে তারাই ব্যবস্থা নেবে। তাছাড়াও যাঁদের ঘরছাড়া বলা হচ্ছে, তাঁদের যদি নাম-ঠিকানা আমাদের দেন, আমরাই বাড়ি ফেরানোর ব্যবস্থা করব। কিন্তু মিথ্যাচার করবেন না। বাংলার মানুষ যে বিপুল জনাদেশ দিয়েছেন, তা মানতে শিখুন, মেনে নিন। জানি, আপনাদের বাংলার মানুষ যেভাবে জবাব দিয়েছেন, তাতে আপনাদের দুঃখ আছে। সেই মনঃকষ্ট আপনারা মেনে নিতে পারছেন না। তবুও বলি আপনাদের হারের কারণ নিয়ে আপনারা নিজেদের মধ্যে কাদা-ছোঁড়াছুঁড়ি করুন কিন্তু বাংলার মানুষ ও বাংলাকে অপমান করবেন না, মিথ্যাচার করবেন না। বর্ধমান জেলা তৃণমূল সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম বলেন, দিলীপের বেলুনের হাওয়া বেরিয়ে গিয়েছে। ঘরছাড়া বলে পার্টি অফিসে নিয়ে এসে সাজানো গল্প বলছে। ঘরছাড়া বলে যাঁদের দেখানো হচ্ছে, তাঁদের নাম-ঠিকানা দিক, আমরা ঘরে পৌঁছে দেব। বর্ধমান-দুর্গাপুরের মানুষ দিলীপকে যোগ্য জবাব দিয়ে দিয়েছেন।

Latest article