সংবাদদাতা, বর্ধমান : জনাদেশে গোহারান হারের পর বিজেপি ভোটপরবর্তী হিংসার অভিযোগ তুলে বাজার গরম করতে চাইছে। যেসব অভিযোগের আদৌ কোনও ভিত্তি নেই। বিপুল ভোটে হারের পর রবিবার অবশেষে দিলীপ ঘোষ বর্ধমানে এসেছেন। আগের সেই ঔদ্ধত্য, হুমকি ও ধর্মীয় উসকানি নেই। এখন ওঁর বড় আশ্রয় সন্ত্রাস-তত্ত্ব। নির্বাচনী টাকাপয়সার ভাগ-বাঁটোয়ারা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বিজেপি নেতাদের দাবি, তাঁদের বহু কর্মী নাকি ঘরছাড়া। তাঁদের বিজেপি পার্টি অফিসে থাকতে হচ্ছে।
আরও পড়ুন-বিহার থেকে অস্ত্র পাঠিয়ে সন্ত্রাস ছড়াচ্ছে বিজেপি
বিজেপির এই মিথ্যাচারের জবাবে বর্ধমান-দুর্গাপুর আসনে জয়ী তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ জানিয়েছেন, মিথ্যাচার করছে বিজেপি। এটা বাংলা, উত্তরপ্রদেশ নয়। কারও যদি কোনও অভিযোগ থাকে, তাঁরা পুলিশ প্রশাসনকে জানালে তারাই ব্যবস্থা নেবে। তাছাড়াও যাঁদের ঘরছাড়া বলা হচ্ছে, তাঁদের যদি নাম-ঠিকানা আমাদের দেন, আমরাই বাড়ি ফেরানোর ব্যবস্থা করব। কিন্তু মিথ্যাচার করবেন না। বাংলার মানুষ যে বিপুল জনাদেশ দিয়েছেন, তা মানতে শিখুন, মেনে নিন। জানি, আপনাদের বাংলার মানুষ যেভাবে জবাব দিয়েছেন, তাতে আপনাদের দুঃখ আছে। সেই মনঃকষ্ট আপনারা মেনে নিতে পারছেন না। তবুও বলি আপনাদের হারের কারণ নিয়ে আপনারা নিজেদের মধ্যে কাদা-ছোঁড়াছুঁড়ি করুন কিন্তু বাংলার মানুষ ও বাংলাকে অপমান করবেন না, মিথ্যাচার করবেন না। বর্ধমান জেলা তৃণমূল সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম বলেন, দিলীপের বেলুনের হাওয়া বেরিয়ে গিয়েছে। ঘরছাড়া বলে পার্টি অফিসে নিয়ে এসে সাজানো গল্প বলছে। ঘরছাড়া বলে যাঁদের দেখানো হচ্ছে, তাঁদের নাম-ঠিকানা দিক, আমরা ঘরে পৌঁছে দেব। বর্ধমান-দুর্গাপুরের মানুষ দিলীপকে যোগ্য জবাব দিয়ে দিয়েছেন।
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…