আরজি কর শুনানি কাল

Must read

প্রতিবেদন : আগামিকাল আরজি কর (R G Kar Case) নিয়ে রাজ্যের করা মামলার রায় ঘোষণা হাইকোর্টে। ধর্ষণ-খুনের ঘটনায় মূল কালপ্রিট সঞ্জয় রাইকে নিম্ন আদালত যে আমৃত্যু কারাদণ্ডের সাজা দিয়েছে, তাকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে গিয়েছে রাজ্য সরকার। রাজ্যের তরফে সঞ্জয়ের ফাঁসি চেয়ে মামলা হয়েছে হাইকোর্টে। রাজ্যের দেখাদেখি সিবিআইও একই দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। শুক্রবার সেই মামলার (R G Kar Case) শুনানি বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে। অন্যদিকে, আরজি করের আর্থিক অনিয়ম নিয়ে সন্দীপ ঘোষেদের বিরুদ্ধে বৃহস্পতিবারও চার্জগঠন হল না আলিপুর আদালতে। কারণ, সিঙ্গল বেঞ্চে দু’বার আবেদন খারিজের পর এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন সন্দীপ ঘোষ।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর ঘোষণার পর দেউচা-পাঁচামির কয়লা শিল্পে প্রাথমিক পর্বের কাজ শুরু

Latest article