সিবিআইয়ে ক্ষোভ অভয়ার পরিবারের

Must read

প্রতিবেদন : সিবিআইয়ে ভরসা নেই! শিয়ালদহ আদালতে মুখবন্ধ খামে বিস্ফোরক তথ্য পেশ করলেন আরজি কর-কাণ্ডে (R G Kar Case) মৃত চিকিৎসকের বাবা-মা। তাঁদের আইনজীবীর দাবি, মৃত্যুর কয়েকমাস পরও নির্যাতিতার মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকটিভ রয়েছে। ঘটনার পর ওই ফোন বাজেয়াপ্ত করেছিল কলকাতা পুলিশ। পুলিশের থেকে ফোন সিবিআইয়ের হাতে যায়। এখনও তাঁদের জিম্মাতেই ফোন। তাহলে নম্বর কীভাবে অ্যাকটিভ হয়? সোমবার আদালতে আরজি করের ধর্ষণ-খুনের মামলায় তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। নতুন করে ১২ জনের সাক্ষ্যগ্রহণের উল্লখ করা হয়েছে।

আরও পড়ুন-আস্থা নেই বিএসএফে, পূর্ণমকে ফেরাতে পাঠানকোটের পথে স্ত্রী

Latest article