প্রতিবেদন : সুপ্রিম কোর্টের সঙ্গে বেনজির সংঘাতে জড়িয়ে গেল তামিলনাডু সরকার। মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি নিয়োগে সুপ্রিম কোর্ট গঠিত কলেজিয়ামের সুপারিশ মানতে অস্বীকার করল তামিলনাডু। যে ছয় বিচারপতিকে কলেজিয়াম মাদ্রাজ হাইকোর্টের বিচারপতিপদে নিয়োগের সুপারিশ করেছিল তার মধ্যে একজনের ব্যাপারে আপত্তি জানিয়েছে রাজ্য সরকার। এ বিষয়ে কলেজিয়ামের কাছে ফাইল পাঠিয়ে দিয়েছে রাজ্য। ওই ফাইলে সংশ্লিষ্ট বিচারপতি সম্পর্কে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট উল্লেখ করা হয়েছে। মাদ্রাজ হাইকোর্টের শূন্যপদে বিচারপতি নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত কলেজিয়াম ছয়জনের নাম প্রস্তাব করে। এই ছয়জনের মধ্যে আইনজীবী আর জন সত্যায়নের (R John Sathyan) নামে আপত্তি জানায় রাজ্য। ১৭ জানুয়ারি সুপ্রিম কোর্টের কলেজিয়াম ছয় বিচারপতির নামে সবুজ সংকেত দেয়। কিন্তু ও রাজ্য সরকারের আপত্তিতে মঙ্গলবার এই ছয় বিচারপতির মধ্যে সত্যায়ন (R John Sathyan) মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি পদে শপথ নিতে পারেননি। রাজ্যের আপত্তিকে খারিজ করে সত্যায়নের নামে সিলমোহর দিলেও অনড় রাজ্য।
আরও পড়ুন-অপরাধীর বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ, ২৪ ঘণ্টার মধ্যেই খুন সাংবাদিক!