ফের কার্লসেনকে হারাল প্রজ্ঞানন্দ

Must read

চেন্নাই : চমক দিয়েই চলেছে ভারতীয় দাবার বিস্ময় ১৬ বছরের প্রজ্ঞানন্দ রমেশবাবু। ফের সে হারিয়ে দিল বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে (Magnus Carlsen)। শুক্রবার অনলাইন র‍্যাপিড দাবা প্রতিযোগিতা চেজেবল মাস্টার্সের পঞ্চম রাউন্ডে কার্লসেনকে হারিয়েছে প্রজ্ঞানন্দ (Praggnanandhaa) । নরওয়ের গ্র্যান্ডমাস্টারের একটি ভুলের পূর্ণ সদ্ব্যবহার করে ভারতের খুদে দাবাড়ু। একইসঙ্গে প্রতিযোগিতার নকআউটে ওঠার আশাও বাঁচিয়ে রাখল সে। এর আগে গত ফেব্রুয়ারিতে এয়ারথিংস মাস্টার্সে প্রথমবার কার্লসেনকে হারিয়েছিল প্রজ্ঞানন্দ।

আরও পড়ুন: গাভাসকর বললেন, ধোনির সিদ্ধান্ত দারুণ

কালো ঘুঁটি নিয়ে খেলতে নেমেছিলেন কার্লসেন (Magnus Carlsen)। ৪০তম চালে তিনি একটি বড় ভুল করেন। সেই ভুলের সুযোগ কাজে লাগিয়ে কিস্তিমাত করে দেয় প্রজ্ঞানন্দ। পঞ্চম রাউন্ডে জিতে তিন পয়েন্ট পেয়েছে সে। সপ্তম রাউন্ডে প্রজ্ঞা (Praggnanandhaa) হারিয়েছে ইংল্যান্ডের গাওয়েন জোনসকে। এই মুহূর্তে ১২ পয়েন্ট রয়েছে ভারতীয় দাবাড়ুর দখলে। প্রজ্ঞার কাছে হেরে গিয়েও দ্বিতীয় স্থানে রয়েছেন কার্লসেন। তাঁর নকআউটে খেলা প্রায় পাকা।

কার্লসেনকে হারানোর পর প্রজ্ঞানন্দ জানায়, সে স্কুলের পরীক্ষার ফাঁকেই এই প্রতিযোগিতায় খেলছে। খুদে দাবাড়ুর কথায়, ‘‘আমার খেলার মান নিয়ে খুব সন্তুষ্ট নই। বেশ কিছু ভুল করেছি। খেলায় আরও ধার বাড়াতে হবে।’’

Latest article