খেলা

দলের জন্য রক্ত দিতে রাজি, বলছেন রাবাডা

জোহানেসবার্গ, ১৭ জুন : ২৭ বছর পর আইসিসি ট্রফি জয়ের শাপমোচন। টেস্টে বিশ্বসেরার মুকুট মাথায় পরার পর উৎসবের রেশ এখনও কাটছে না দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের। ফাইনালের অন্যতম সেরা পারফর্মার দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাডা জানিয়েছেন, এই দলের জন্য তিনি রক্ত দিতেও রাজি।
লর্ডসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়েছেন রাবাডা। প্রোটিয়া পেসারের গতি, সুইং সামলাতে হিমশিম খেয়েছেন অস্ট্রেলীয় ব্যাটাররা। দক্ষিণ আফ্রিকার কোচ শাকরি কনরাড জানিয়েছেন, কাগিসোর নেতৃত্বে আমাদের বোলাররাই ম্যাচ ঘুরিয়েছে। রাবাডার কথা কী বলব? এই কারণেই ও সুপারস্টার।

আরও পড়ুন-ফিফার ব্যান উঠল, স্বস্তি মোহনবাগানে

রাবাডা অবশ্য নিজেকে তারকা বলতে চান না। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের অন্যতম সেরা বোলার বলেছেন, ‘‘আমি নিজেকে তারকা হিসেবে দেখি না। আমি নিজেকে সেভাবেই দেখি যে এই দলটার জন্য নিজের রক্ত দিতে প্রস্তুত থাকে। নিজের উন্নতির জন্য সবসময় কঠোর পরিশ্রম করি। বুকে থাকা দেশের এই প্রতীকের (দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের লোগো) মর্যাদারক্ষার জন্য খেলি। আমরা ফাইনালে পিছিয়ে ছিলাম। কিন্তু আমি মাথা ঠান্ডা রেখে শান্ত থাকতে চেয়েছিলাম। সামনে থাকা কাজটা শেষ করতে চেয়েছি সবসময়। ক্রিকেটার হিসেবে আমি নিজেকে এভাবেই দেখি।’’
বারবার শেষ মুহূর্তে স্বপ্নভঙ্গের পর অবশেষে ‘চোকার্স’ অপবাদ ঘুচল। রাবাডা বলছেন, ‘‘জীবনে কখনও এই মুহূর্ত ভুলতে পারব না। এটা বিশেষ, বিশেষ, বিশেষ সাফল্য। এই দলের কেউ ভুলবে না। অস্ট্রেলিয়া অনেক তৈরি টিম ছিল। কিন্তু ওদের টিমটা একটু বয়স্কও। এখনও যেন ঘোরের মধ্যে। এটাকে ঠিক বর্ণনা করা যাবে না।’’

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

13 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

22 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

47 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago