ধনধান্য স্টেডিয়ামে  রবীন্দ্রনাথকে প্রণাম, গান গেয়ে মাতিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Must read

কবিপক্ষ আরও ১৫ দিন। আগামী ২৪ মে পর্যন্ত প্রতিদিন বিকেলে রবীন্দ্রনাথকে নিয়ে হবে নানান অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রবীন্দ্রসদন ও নন্দন চত্বরে চারটি প্রেক্ষাগৃহে একযোগে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে তিন হাজারের বেশি শিল্পী অংশ নেবেন। এককথায় বলা যায়, অভূতপূর্ব পরিকল্পনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার নবনির্মিত ধনধান্য স্টেডিয়ামে কবিপ্রণাম অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী গান গাইলেন। মাতিয়ে দিলেন অনুষ্ঠান। তাঁর সঙ্গে গলা মেলালেন রাজ্যের মন্ত্রী এবং গায়ক ইন্দ্রনীল সেন। মুখ্যমন্ত্রী জানান, তিন হাজারের বেশি শিল্পীকে নিয়ে রবীন্দ্রসঙ্গীত, নৃত্য, নৃত্য আলেখ্য সহ বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন হবে। এছাড়া গগনেন্দ্র প্রদর্শশালায় ‘রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন’ শীর্ষক একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। যা প্রতিদিন বিকেল চারটে থেকে রাত ন’টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে। রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যের রবীন্দ্রপ্রেমীদের জন্য রাজ্য সরকারের এই আয়োজন বলে মুখ্যমন্ত্রী জানান।

আরও পড়ুন- বীরভূমে অভিষেক, শুরু হল বিরোধী শিবিরে ভাঙন

Latest article