তৃণমূল ভবনে শ্রদ্ধায় পালিত হল রবীন্দ্র জন্মজয়ন্তী

Must read

২৫ বৈশাখ। বাঙালির হৃদয়ের মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। দেশজুড়ে দিনটি মুখরিত হয়ে ওঠে রবি বন্দনায়। এই প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ তৃণমূল ভবনে হল রবিপ্রণাম। মন্ত্রী, সাসংদ, বিধায়ক, কাউন্সিলর প্রত্যেকেই বিশ্বকবিকে স্মরণ করেন গান, কবিতা, ভাষ্যপাঠের মধ্যে দিয়ে। মনোজ্ঞ অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাংসদ দোলা সেন। পরিকল্পনায় সাংসদ সুখেন্দুশেখর রায়। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি কবিতা পাঠ করেন। মন্ত্রী বাবুল সুপ্রিয়র গান অন্য মাত্রা এনে দেয় অনুষ্ঠানের। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় হাতে তুলে নেন মাইক্রোফোন। তাঁর গানে নতুন মাত্রা পায় অনুষ্ঠান। সাংসদ মালা রায়, কাউন্সিলর ডাঃ কাকলি সেনও এদিন মেতে ওঠেন রবীন্দ্রগানে। সোনার তরী কাব্যগ্রন্থ থেকে কবিতা পাঠ করেন বিধায়ক দেবাশিস কুমার। গান গেয়েছেন বালির বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায়। ‘সভ্যতার সঙ্কট’-এর একটি অনুচ্ছেদ পাঠ করেন সাংসদ সুখেন্দুশেখর রায়। সঞ্চলনার দায়িত্ব সামলে দুটি গান গেয়েছেন সাংসদ দোলা সেনও। রবীন্দ্রভারতীর তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রীছাত্রীরা পরিবেশন করেন নৃত্যানুষ্ঠান। মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, আমাদের নেত্রী সবসময় বলেন রবীন্দ্রনাথ-নজরুল আছেন বলেই আমরা আছি। সংস্কৃতিমনস্ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সকাল ১০টা থেকে ১:৩০ পর্যন্ত দেড় ঘণ্টার রবিপ্রণাম অনুষ্ঠান সবমিলিয়ে নজির হয়ে থাকল।

আরও পড়ুন- ধনধান্য স্টেডিয়ামে  রবীন্দ্রনাথকে প্রণাম, গান গেয়ে মাতিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Latest article