প্রতিবেদন: সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে (Lata Mangeshkar) শেষ শ্রদ্ধা জানাল মহানগর। সোমবার রবীন্দ্রসদনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়াত শিল্পীর প্রতিকৃতিতে মাল্যদান করেন। বিকেল ৫টা পর্যন্ত ‘সুরের সরস্বতী’-কে শ্রদ্ধা জানান অনুরাগীরা। রাজ্য সরকারের তরফে এই উদ্যোগ। উপস্থিত ছিলেন দুই মন্ত্রী ইন্দ্রনীল সেন ও শশী পাঁজা। ছিলেন অরূপ রায়, শশী পাঁজা, মদন মিত্র, দেবাশিস কুমার, ইন্দ্রনীল সেন প্রমুখ। সুরসম্রাজ্ঞীর গানের মধ্যে দিয়ে এদিন অঞ্জলি দেন ভক্তরা। আবেগঘন আবহাওয়ায় রবীন্দ্রসদন চত্বরজুড়ে বাজানো হয় কোকিলকণ্ঠীর কালজয়ী গানগুলি। আগামী ১৫ দিন তাঁর স্মরণে রাজ্যে সমস্ত ট্রাফিক সিগন্যালে লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) গান বাজানো হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। অর্ধদিবস ছুটিও ঘোষণা করা হয়েছে সরকারের তরফে।