কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী
দুবাই শিল্প সম্মেলনের শেষে প্রবাসীদের অনুষ্ঠানে যোগ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। সেখানে ধরা পড়ল বাংলা আর দুবাইয়ের সাংস্কৃতিক মেলবন্ধনের ছবি। প্রবাসীদের ঘরে ফেরার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের শুরুতেই রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) গানের আরবি অনুবাদ মঞ্চস্থ করেন গায়ক জয় চক্রবর্তী। কবিগুরুর সৃষ্টি ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ বাংলা এবং আরবি ভাষায় পরিবেশিত হয়। দর্শকাসনে মুখ্যমন্ত্রী গলাও মেলান। এরপর ‘আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও’-এর সঙ্গে তাল মেলান মমতা বন্দ্যোপাধ্যায়। গানটি গাওয়া হয় দুই ভাষাতেই। গানের শেষে নিজে ডেকে গায়কের সঙ্গে কথা বলেন মমতা। নিজের সঙ্গীতপ্রীতির কথাও জানান। প্রবাসীদের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আজকের বাংলা অনেক বদলে গিয়েছে। তাই চাইব, যাঁরা প্রবাসে আছেন সেইসব বাঙালিরা বাংলায় ফিরুন। অনুষ্ঠানে এদিন দুই সংস্কৃতির মিলনে যেন সেতু বাঁধলেন বিশ্বকবি।
আরও পড়ুন- লগ্নির সেরা ঠিকানা পশ্চিমবঙ্গ: BGBS-এ লগ্নিকারীদের আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী
সংস্কৃতিমনস্ক মুখ্যমন্ত্রীকে যেমন বিভিন্ন সময়ে বাংলার শিল্পীদের মাঝে দেখা যায়, এদিন প্রবাসের অনুষ্ঠানেও তেমন করেই মঞ্চ মাতিয়ে দিলেন তিনি। বাংলার গান, দেশাত্মবোধক গান শোনা গেল তাঁর কণ্ঠে। মুখ্যমন্ত্রীকে এত ঘরোয়াভাবে পেয়ে আপ্লুত দুবাইয়ের বাঙালিরা। সমাপ্তি সঙ্গীত পরিবেশন করেন সুদীপ রায়। সেখানে রবি ঠাকুরের ‘বাংলার মাটি বাংলার জল’ গানে মাইক্রোফোন হাতে কণ্ঠ মেলান মমতা বন্দ্যোপাধ্যায়।