পৌষমেলার আগেই বিশ্বভারতীর উদ্যোগে হচ্ছে রবীন্দ্রছবির প্রদর্শনী

পৌষমেলার আগেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গুরুদেব রবীন্দ্রনাথের নিজের আঁকা ছবি, শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী হতে চলেছে।

Must read

সংবাদদাতা, বোলপুর : পৌষমেলার আগেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গুরুদেব রবীন্দ্রনাথের নিজের আঁকা ছবি, শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী হতে চলেছে। বিশ্বভারতীর কলাভবন ও হেরিটেজ সেলের উদ্যোগে শান্তিনিকেতনের নন্দনে এই প্রদর্শনীর শুরু আগামী শুক্রবার, ২৯ নভেম্বর থেকে। ১৯ ডিসেম্বর অবধি চলবে প্রদর্শনী। বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, কবিগুরুর শিল্পকলা ও সৃষ্টি নিয়ে মানুষের মধ্যে প্রচণ্ড আগ্রহ অনুভব করেছি। দীর্ঘদিন ধরে এই ধরনের প্রদর্শনী করার চেষ্টা করছে বিশ্বভারতী। অবশেষে আগামী শনিবার এই প্রজন্মের শিল্পীদের নতুন করে উৎসাহিত করার জন্য গুরুদেবের এই সৃষ্টির নিদর্শন তুলে ধরা হবে।

আরও পড়ুন-জাপানের উত্তরাঞ্চলে ৬.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, ওই প্রদর্শনীতে পাণ্ডুলিপি-সহ গুরুদেবের আঁকা ১৭০০-র বেশি ছবি রাখা হবে। কলাভবনের ছাত্রছাত্রীদের শেখানোর উদ্দেশ্যে গুরুদেব ভিন্ন ভিন্ন সময়ে তৎকালীন সাম্প্রতিক বিষয়ের ওপর ছবি এঁকেছিলেন, তার সংখ্যাও ১০০ ছাড়িয়ে যাবে। বর্তমানে সেগুলি কলাভবনের নন্দন আর গ্যালারির স্ট্রংরুমে সুরক্ষিত আছে। এর মধ্যে ৮০টি ছবি প্রদর্শনীর সিদ্ধান্ত নিয়েছে কলাভবন ও বিশ্ববিদ্যালয়ের হেরিটেজ সেল। ১৪ বছর আগে প্রাক্তন রাষ্ট্রপতি যখন বিশ্বভারতীতে এসেছিলেন তখন গুরুদেবের আঁকা ছবির প্রদর্শনী করে কলাভবন। ১৪ বছর পর ফের প্রদর্শনীতে স্থান পেতে চলেছে তাঁর একাধিক ছবি ও শিল্পসৃষ্টি। কলাভবনের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক আর শিবকুমার বলেন, রবীন্দ্রনাথের মৌলিক ও দুষ্প্রাপ্য শিল্পকর্ম এবং ছবি এই প্রদর্শনীতে স্থান পাবে। অত্যন্ত গৌরবের বিষয় ছাত্রছাত্রীরা গুরুদেবের হাতে আঁকা ছবি ও শিল্পসৃষ্টি দেখতে পাবেন।

Latest article