বঙ্গ

পৌষমেলার আগেই বিশ্বভারতীর উদ্যোগে হচ্ছে রবীন্দ্রছবির প্রদর্শনী

সংবাদদাতা, বোলপুর : পৌষমেলার আগেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গুরুদেব রবীন্দ্রনাথের নিজের আঁকা ছবি, শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী হতে চলেছে। বিশ্বভারতীর কলাভবন ও হেরিটেজ সেলের উদ্যোগে শান্তিনিকেতনের নন্দনে এই প্রদর্শনীর শুরু আগামী শুক্রবার, ২৯ নভেম্বর থেকে। ১৯ ডিসেম্বর অবধি চলবে প্রদর্শনী। বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, কবিগুরুর শিল্পকলা ও সৃষ্টি নিয়ে মানুষের মধ্যে প্রচণ্ড আগ্রহ অনুভব করেছি। দীর্ঘদিন ধরে এই ধরনের প্রদর্শনী করার চেষ্টা করছে বিশ্বভারতী। অবশেষে আগামী শনিবার এই প্রজন্মের শিল্পীদের নতুন করে উৎসাহিত করার জন্য গুরুদেবের এই সৃষ্টির নিদর্শন তুলে ধরা হবে।

আরও পড়ুন-জাপানের উত্তরাঞ্চলে ৬.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, ওই প্রদর্শনীতে পাণ্ডুলিপি-সহ গুরুদেবের আঁকা ১৭০০-র বেশি ছবি রাখা হবে। কলাভবনের ছাত্রছাত্রীদের শেখানোর উদ্দেশ্যে গুরুদেব ভিন্ন ভিন্ন সময়ে তৎকালীন সাম্প্রতিক বিষয়ের ওপর ছবি এঁকেছিলেন, তার সংখ্যাও ১০০ ছাড়িয়ে যাবে। বর্তমানে সেগুলি কলাভবনের নন্দন আর গ্যালারির স্ট্রংরুমে সুরক্ষিত আছে। এর মধ্যে ৮০টি ছবি প্রদর্শনীর সিদ্ধান্ত নিয়েছে কলাভবন ও বিশ্ববিদ্যালয়ের হেরিটেজ সেল। ১৪ বছর আগে প্রাক্তন রাষ্ট্রপতি যখন বিশ্বভারতীতে এসেছিলেন তখন গুরুদেবের আঁকা ছবির প্রদর্শনী করে কলাভবন। ১৪ বছর পর ফের প্রদর্শনীতে স্থান পেতে চলেছে তাঁর একাধিক ছবি ও শিল্পসৃষ্টি। কলাভবনের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক আর শিবকুমার বলেন, রবীন্দ্রনাথের মৌলিক ও দুষ্প্রাপ্য শিল্পকর্ম এবং ছবি এই প্রদর্শনীতে স্থান পাবে। অত্যন্ত গৌরবের বিষয় ছাত্রছাত্রীরা গুরুদেবের হাতে আঁকা ছবি ও শিল্পসৃষ্টি দেখতে পাবেন।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

1 hour ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

1 hour ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago