প্রতিবেদন : কর্মীরাই প্রধান শক্তি। বুথকর্মীরা যদি শক্তিশালী হন, কারও ক্ষমতা নেই হারানোর। তাই বুথভিত্তিক প্রচার চালাচ্ছেন হাড়োয়ার তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম। বিশেষ নজর দিয়েছেন এলাকাভিত্তিক কর্মিসভার উপর। তবে সেইসঙ্গে রবিউল ইসলাম বাড়ি বাড়ি প্রচারও চালচ্ছেন। কর্মিসভা করছেন বুথস্তরের কর্মীদের নিয়ে। বুথ ভিত্তিক অঙ্ক কষে তিনি উপনির্বাচনে জয়ের লক্ষ্য স্থির করেছেন।
আরও পড়ুন-আগে রাজভবন সুরক্ষিত করুন, কাকলির নিশানায় রাজ্যপাল
হাড়োয়ার তৃণমূল কংগ্রেসের প্রার্থী শেখ রবিউল ইসলাম জনসংযোগের পাশাপাশি কর্মীদের উজ্জীবিত করতে প্রতিদিনই এলাকাভিত্তিক কর্মিসভা করছেন। কর্মীদের মনোবল বাড়ানো ও প্রচারে ঝড় তুলতে বুথস্তরের কর্মীদের নিয়ে পরিকল্পনা রচনা করছেন। গুরুত্ব দিচ্ছেন স্থানীয় নেতাদের। আর জনসংযোগে বাড়ি বাড়ি গিয়ে মানুষের অভাব-অভিযোগ শুনছেন। সেইসঙ্গে প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচিত হলে সমস্যার সমাধান করবেন। তৃণমুল প্রার্থীর প্রচার ও জন-সমর্থন প্রমাণ করছে তৃণমূল কংগ্রেসের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। শনিবার হাড়োয়ার দেগঙ্গা দু’নম্বর ব্লকের দেগঙ্গা ১ নম্বর অঞ্চলে কর্মিসভা করেন। কর্মিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি একটি মিছিলেও হাঁটেন প্রার্থী। স্থানীয় মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে জনসংযোগ করেন। এদিন প্রতিটি সভা ও প্রচার মিছিল থেকে বিপুল সাড়া পান প্রার্থী।