ড্রপআউট কমানোর উপর জোর দিলেন সাংসদ রচনা

গ্রামের দিকে বেশিরভাগ ক্ষেত্রেই স্কুলছুটের সমস্যা দেখা যায়। এবার সেই সমস্যা যাতে মেটে সেই বিষয়েই নিদান দিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়

Must read

সংবাদদাতা, হুগলি : গ্রামের দিকে বেশিরভাগ ক্ষেত্রেই স্কুলছুটের সমস্যা দেখা যায়। এবার সেই সমস্যা যাতে মেটে সেই বিষয়েই নিদান দিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পাণ্ডুয়ার খন্যান প্রাথমিক স্কুল পরিদর্শন করেন রচনা বন্দ্যোপাধ্যায়। ক্লাস ফাইভে গিয়ে দেখেন বাংলা পড়াচ্ছেন মাস্টারমশাই। এরপরেই দিদিমণির মতো বানান জিজ্ঞাসা করতে থাকেন। পড়ুয়ারা ঠিকমতো উত্তর দেওয়ায় দারুণ খুশি হন সাংসদ। এরপরেই তাঁর নিদান, সরকারি স্কুলেও ভাল পড়াশোনা হয়, ইংরেজি শিক্ষা দেওয়া যায়। সেটা যাতে ভালভাবে হয় সেটা দেখতে হবে। ক্লাস ফাইভ পর্যন্ত যথাযথ শিক্ষা পেলে স্কুলছুট অনেকাংশে কমানো যাবে বলেই মত তাঁর। তাঁর কথায়, পড়াশোনা ছেড়ে অন্য কাজে যুক্ত হবে না। বরং বড় স্কুলে গিয়ে সিক্সে ভর্তি হবে এমন ভাবেই তাদের তৈরি করতে হবে।

আরও পড়ুন-মিড ডে মিল পরিদর্শনে বিডিও

এদিন পাশাপাশি স্কুল ঘু্রে দেখার পর তিনি বলেন, কয়েকটা ঘরের ছাদের চাঙড় ভাঙছে। সেগুলো সারাতে হবে। ঘরেরও প্রয়োজন আছে। মিড মিল যে ঘরে হয় তার জন্য ভাল ব্যবস্থা করতে হবে। স্কুলের পাশাপাশি এদিন পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালও পরিদর্শন করেন রচনা। রোগীর পরিজনদের জন্য টিকিটের ব্যবস্থা করতে বলেন তিনি। গেটে নিরাপত্তারক্ষী রাখার কথাও বলেন। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল নেতৃত্ব।

Latest article