আটলান্টা, ২২ জুন : এবার কোপা আমেরিকার আসরে বর্ণবিদ্বেষের ঘটনা। আর এই অভিযোগ উঠেছে আর্জেন্টিনা সমর্থকদের বিরুদ্ধে। শুক্রবার কোপায় আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল কানাডা। আর ম্যাচ চলাকালীন লিওনেল মেসিকে কড়া ট্যাকল করে আর্জেন্টিনা সমর্থকদের রোষের মুখে পড়েন কানাডার মোইসে বম্বিটো। তাঁকে বর্ণবিদ্বেষী কটূক্তির মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ তুলেছে কানাডা ফুটবল ফেডারেশন।
আরও পড়ুন-অসমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৭, ক্ষতিগ্রস্ত ৪ লক্ষ
গোটা ঘটনার প্রচণ্ড ক্ষুব্ধ কানাডা ফেডারেশন ইতিমধ্যেই উত্তর এবং দক্ষিণ আমেরিকা ফুটবল সংস্থার কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছে। এরপর ফিফার কাছে অভিযোগ জানানো হবে।
প্রসঙ্গত, ম্যাচের ৮২ মিনিটে বম্বিটোর কড়া ট্যাকলে ডান পায়ের গোড়ালিতে চোট পান মেসি। তবে চোট খুব একটা গুরুতর ছিল না। সাইডলাইনে সামান্য চিকিৎসার পরেই ফের মাঠে ফেরেন মেসি। পুরো ম্যাচও খেলেন। এর পরেই সোশ্যাল মিডিয়াতে বম্বিটোকে বর্ণবিদ্বেষী আক্রমণের মুখে পড়তে হয়। গোটা ঘটনার তীব্র নিন্দা করেছে কনকাকাফ। ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্ট থেকে বর্ণবিদ্বেষী আক্রমণ করা হয়েছিল, তাকে চিহ্নিত করা হয়েছে। তদন্তও শুরু হয়েছে।