জাতীয়

হাসিমারায় প্রস্তুত রাফাল

প্রতিবেদন : বছরের শেষলগ্নে সীমান্তে ঘোর যুদ্ধের আবহ। গত ৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে অনুপ্রেবেশের চেষ্টা চালায় লাল ফৌজ। সঙ্গে সঙ্গে তার পাল্টা জবাব দেয় ভারতীয় জওয়ানও। ঘটনার গুরুত্ব লঘু করে দেখাতে সংসদে প্রতীরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন, পরিস্থিতি সামলানোর ক্ষমতা ভারতীয় সেনার রয়েছে। ভারত ভূখণ্ডে লাল ফৌজের বেআইনি অনুপ্রবেশের বাস্তবতা স্বীকার করতে চাইছে না কেন্দ্রীয় সরকার। কিন্তু চিন ফের হামলা চালাতে পারে এই আশঙ্কায় সীমান্তে নজরদারি ও নিরাপত্তা বাড়ানো হয়েছে। লাগাতার মহড়া চালাচ্ছে সেনা। আকাশে টহল দিচ্ছে বায়ুসেনার বিমান। সীমান্তে অপেক্ষমাণ সেনার একের পর এক গাড়ি। অন্যান্য বছর এই সময় পর্যটকদের ভিড়ে জমজমাট থাকে তাওয়াং। কিন্তু এবার যুদ্ধের আশঙ্কায় কার্যত পর্যটকশূন্য শৈলশহর। বাইরে থেকে আসা পর্যটকদের গাড়িকে ঢুকতে দেওয়া হচ্ছে না। স্থানীয় বাসিন্দাদেরও এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন বলছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা যেন তাওয়াংয়ে না আসেন। চিন-ভারত সীমান্ত এলাকায় নিরাপত্তা আঁটসাঁট। বাদ পড়েনি বাংলাও। উত্তরবঙ্গ সীমান্তে চলছে কড়া নজরদারি। এবার অরুণাচল সীমান্তে হাসিমারা (Hasimara- Rafael) বিমানঘাঁটিতে এসে পৌঁছেছে ৩৬ নম্বর রাফাল যুদ্ধবিমান। রাখা হয়েছে হাসিমারা এয়ারবেসে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, অরুণাচল প্রদেশে চিনা সেনার আগ্রাসনের প্রেক্ষিতে ৩৬ নম্বর রাফালের ভারতে পা রাখা অতি তাৎপর্যপূর্ণ। সূত্রের খবর, ১৮টি রাফালের একটি স্কোয়াড্রন থাকছে হাসিমারায়, অন্যটি পাঞ্জাবের আম্বালার এয়ারবেসে৷

আরও পড়ুন-কাকে প্রার্থী করবেন আমাকে জানান: বললেন অভিষেক, দিলেন নম্বর

গত কয়েক সপ্তাহ ধরে ভারত সীমান্তে টহল দিচ্ছে একাধিক চিনা যুদ্ধবিমান৷ তারই পাল্টা হিসেবে রাফাল (Hasimara- Rafael), সুখোইয়ের মতো শক্তিশালী যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে অরুণাচল সীমান্তে৷ চিন যাতে কোনওভাবে আকাশসীমা লঙ্ঘন করতে না পারে সেজন্য ওড়ানো হচ্ছে ড্রোন৷ টহল দিচ্ছে ভারতীয় ফাইটার জেট৷ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উত্তরবঙ্গের কিছু অংশে নো–ফ্লাই জোন হিসেবে ঘোষণা করা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ এদিকে সেনার তরফে চূড়ান্ত সতর্কতামূলক প্রস্তুতি বুঝিয়ে দিচ্ছে মোদি সরকার লালফৌজের অনুপ্রবেশকে লঘু করে দেখানোর চেষ্টা করলেও পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক৷ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগ, মোদি সরকারের শাসনে দেশের সার্বভৌমত্ব বিপন্ন৷ ভারতীয় ভূখণ্ডে চিনা সেনা প্রবেশ করলেও নীরব দর্শক কেন্দ্র৷

Jago Bangla

Recent Posts

জানুয়ারিতেই দ্বিতীয় দফায় ইন্টারভিউ, বিজ্ঞপ্তি পর্ষদের

প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…

4 minutes ago

‘অনুমোদন’ পোর্টালের জাতীয় স্বীকৃতি, ডিজিটাল পরিকাঠামোয় পুরস্কৃত রাজ্য সরকার

রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…

24 minutes ago

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

2 hours ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

4 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

7 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

8 hours ago