প্রতিবেদন : যাবতীয় জল্পনার অবসান! সোমবার আসন্ন আইপিএলের অধিনায়ক হিসাবে অজিঙ্ক রাহানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স। সহ-অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার।
২২ মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচেই ইডেনে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে কেকেআর। গতবার মেন্টর গৌতম গম্ভীর ও অধিনায়ক শ্রেয়স আইয়ারের জুটিতে বাজিমাত করেছিল নাইটরা। কিন্তু এবার দু’জনের কেউই নেই। ফলে নাইটদের নতুন নেতা নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে। শেষ পর্যন্ত রাহানেকে অধিনায়ক ঘোষণা করে জল্পনায় ইতি টানল কেকেআর। অধিনায়কত্ব পেয়ে উচ্ছ্বসিত রাহানে বলেছেন, ‘‘আইপিএলের ইতিহাসে সফলতম ফ্র্যাঞ্চাইজিদের অন্যতম কেকেআরের অধিনায়ক হয়ে আমি সম্মানিত। আমাদের দল যথেষ্ট শক্তিশালী। দারুণ ভারসাম্যও রয়েছে। আমি সতীর্থদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছে। গতবারের জেতা খেতাব এবারও ধরে রাখার জন্য সবাই মিলে নিজেদের সেরাটাই দেব।’’
আরও পড়ুন-দুবাই আমাদের হোম নয়, পাল্টা রোহিতের
পাশাপাশি এদিন নতুন জার্সিও প্রকাশ্যে এনেছে কেকেআর। গতবারের চ্যাম্পিয়ন নাইটদের নতুন জার্সিতে রয়েছে তিন তারার চমক। কেকেআর যেহেতু তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন, তাই বেগুনি রঙের জার্সির বুকে রয়েছে সোনালি রঙের তিনটি তারা। এছাড়া জার্সি প্রকাশের দিন হিসাবে বেছে নেওয়া হল ৩ মার্চ তারিখকে। প্রসঙ্গত, মার্চ মাসও বছরের তৃতীয় মাস। আবার নাইটদের স্লোগান ‘করব, লড়ব, জিতব রে’। সেটিও আবার তিন শব্দের। ফলে এই জার্সিতে তিন নম্বর সংখ্যাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।
এদিন একটি ভিডিওর মাধ্যমে এই জার্সি প্রকাশ করেছে কেকেআর। ভিডিওতে নতুন জার্সি গায়ে দেখা যাচ্ছে রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার, রমনদীপ সিং, মণীশ পাণ্ডে, বৈভব আরোরা, অনুকূল রায়, মায়াঙ্ক মারকাণ্ডে ও লভনীত সিসোদিয়াকে। নাইটদের জার্সির বুকে তিনটি তারার পাশাপাশি হাতায় রয়েছে সোনালি রঙের ব্যাজ। গতবারের চ্যাম্পিয়ন হিসাবে হাতায় থাকবে এই লোগো।