নয়াদিল্লি, ১ ডিসেম্বর : আগামী বছরের আইপিএলের জন্য পুরনো আট ফ্র্যাঞ্চাইজির প্লেয়ার্স রিটেনশন প্রক্রিয়া শেষ হওয়ার পরেই কেএল রাহুলকে নিয়ে বিতর্ক উস্কে দিলেন পাঞ্জাব কিংসের অন্যতম মালিক নেস ওয়াদিয়া।
আরও পড়ুন-ওয়াংখেড়ের পিচ নিয়ে চর্চা তুঙ্গে
গত দুই মরশুমের আইপিএলে পাঞ্জাব অধিনায়ক হিসেবে ট্রফি জিততে না পারলেও ব্যাটসম্যান রাহুল ছিলেন দুরন্ত ফর্মে। নেতৃত্বেও উন্নতি করছিলেন। পাঞ্জাব ম্যানেজমেন্ট তাঁকে এবারও নিলামের আগে ধরে রাখতে চেয়েছিল। কিন্তু রাহুল নিজে চাননি পুরনো দলে থাকতে। টিম ইন্ডিয়ার দাপুটে ওপেনার নিলামে যেতে চেয়েছিলেন। কিন্তু এখানেই অনৈতিক কাজকর্মের ইঙ্গিত দিয়ে বিতর্ক উস্কে দিলেন নেস। পাঞ্জাব কিংসের অন্যতম কর্ণধার বলেছেন, ‘‘রাহুলকে আমরা রাখতে চেয়েছিলাম। কিন্তু ও নিলামে যেতে চেয়েছিল। এই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু রিটেনশন বা নিলামের আগে যদি অন্য কোনও ফ্র্যাঞ্চাইজি ওকে প্রস্তাব দেয় তাহলে সেটা বেআইনি।’’
আরও পড়ুন-KMC 90: ‘আমরা শুধু পাস করব না, লেটারমার্কস নিয়ে পাস করব’ আত্মবিশ্বাসী চৈতালি
নেস ওয়াদিয়া বা পাঞ্জাব ম্যানেজমেন্টের তরফে সরকারিভাবে কিছু বলা না হলেও অভিযোগ, রাহুলকে প্রলুব্ধ করেছে নতুন ফ্র্যাঞ্চাইজি সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন লখনউ। এই প্রসঙ্গে নেস ওয়াদিয়ার সাবধানী বক্তব্য, ‘‘আমি আশা করব, অনৈতিক কিছু ঘটেনি। কারণ, সেটা বিসিসিআই-এর নিয়ম বিরুদ্ধ।’’
এদিকে, নিলামে মাত্র চার জন্য প্লেয়ারকে ধরে রাখার চ্যালেঞ্জ প্রসঙ্গে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ‘‘আমার সঙ্গে বুমরা, সূর্যকুমার, পোলার্ড ছাড়া যাদের ধরে রাখা গেল না, তাদের জন্য খুব খারাপ লাগছে। খুব কঠিন এই সিদ্ধান্ত নেওয়া। তবে নিলামে আমরা শক্তিশালী একটা দলই গড়ব। আমাদের স্কাউটরা দুর্দান্ত কাজ করছে।’’
আরও পড়ুন-বিরাটের দলে ফেরা সমস্যা নয়: মামরে
এদিকে, কলকাতা নাইট রাইডার্স ইয়ন মর্গ্যানকে রিলিজ করে দেওয়ায় তাঁকে পেতে চাইছে একাধিক ফ্র্যাঞ্চাইজ। তার মধ্যে রয়েছে নতুন দুই ফ্র্যাঞ্চাইজি লখনউ ও আমেদাবাদ। যাদের নতুন অধিনায়ক প্রয়োজন। অন্যদিকে, সানরাইজার্স হায়দরাবাদের সিইও জানিয়েছেন, রশিদ খানের মতো তারকা স্পিনারকে ধরে রাখতে না পারলেও নিলাম থেকে আফগান তারকাকে দলে নেওয়ার পরিকল্পনা রয়েছে।