ইন্দোর, ১ মার্চ : টেস্ট ম্যাচের আগে কোচ-ক্যাপ্টেন পিচ দেখবেন এটাই রেওয়াজ। কিন্তু খেলা একবার শুরু হয়ে যাওয়ার পর কোনও কোচ আবার পিচ দেখতে চলে এলেন, এটা সাধারণত হয় না। কিন্তু বুধবার হোলকার স্টেডিয়ামে এমনই এক দৃশ্য দেখা গেল। কোচ রাহুল দ্রাবিড় (Rahul dravid) লাঞ্চের সময় খুঁটিয়ে শুধু পিচ দেখলেন না, অনেকক্ষণ কথা বললেন স্থানীয় কিউরেটরের সঙ্গেও।
দ্রাবিড়কে (Rahul dravid) দেখে দৃশ্যত একটুও মনে হয়নি তিনি পিচ দেখ সন্তুষ্ট হতে পেরেছেন। বরং তাঁকে ক্ষুব্ধই দেখিয়েছে। তৃতীয় টেস্টের প্রথমদিন ভারতীয় দল প্রথম দু’ঘণ্টায় সাত উইকেট হারিয়ে বসেছিল একশোরও কম রানে। শেষ পর্যন্ত ৩৩.২ ওভারে তারা অল আউট হয়ে যায় ১০৯ রানে। তিন অস্ট্রেলীয় স্পিনারের সামনে দাঁড়াতেই পারেননি ভারতীয় ব্যাটাররা। বিরাট ২২ রান করেছেন।
আরও পড়ুন: অভিমন্যু ১৫৪, সুদীপরা বাদ পড়ায় তোপ লক্ষ্মীর
হোলকার স্টেডিয়ামের পিচে প্রথম থেকেই বল স্কোয়ার টার্ন করেছে। ম্যাথু কুনেম্যান পাঁচ উইকেট নিয়েছেন। অনেকটা করে বল ঘুরিয়েছেন নাথান লিয়নও। তবে তার থেকেও বড় কথা হল, এই পিচ প্রথম দিনই ভেঙেছে। পিচে অনেক ধুলো উড়তে দেখা গিয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নিশ্চিত করতে ইন্দোরে জেতা দরকার ভারতের। কিন্তু ম্যাচের স্টিয়ারিং অস্ট্রেলিয়ার হাতে।
এদিকে, নাগপুর ও দিল্লিতে আড়াই দিনে খেলা শেষ হয়ে যাওয়ার পর ওই দুই ভেনুর পিচ নিয়ে অনেক কথা উঠেছিল। অস্ট্রেলীয় মিডিয়ার তোপের মুখেও আইসিসি ‘অ্যাভারেজ’ সার্টিফিকেট দেওয়ার পর স্বস্তিতে ছিল বিসিসিআই। কিন্তু ইন্দোরের পিচ ফের অস্বস্তিতে ফেলে দিয়েছে ক্রিকেট বোর্ডকে। অনেকে মনে করছেন যে, এই পিচ নিয়ে জলঘোলা হতে পারে।
তবে, আঙুল উঠছে স্বয়ং দ্রাবিড়ের দিকেও। ২৬ ফেব্রুয়ারি ইন্দোরে এলে তাঁকে নাকি তিনটি পিচ দেখানো হয়েছিল। তার মধ্যে একটিকে বেছে নিয়ে তিনি জল ছাড়া শুধু রোল করতে নির্দেশ দিয়েছিলেন। তারই হাল এই!