মুম্বই, ১৮ অক্টোবর : ভারতীয় দলের নতুন কোচিং স্টাফ নির্বাচন করতে বিজ্ঞাপন দিয়েছে বিসিসিআই। একইসঙ্গে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি তথা এনসিএ-র ডিরেক্টর পদে রাহুল দ্রাবিড়ের উত্তরসূরির খোঁজেও রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দ্রাবিড়ের ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের হেড কোচ হওয়াটা যখন নিশ্চিত, তখন এনসিএ প্রধানের দায়িত্বে নতুন কাউকে বসাতে হবে বিসিসিআই-কে। কিন্তু শুরুতেই এখানে ধাক্কা খেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড।
বিসিসিআই ভিভিএস লক্ষ্মণকে প্রস্তাব দিয়েছিল এনসিএ ডিরেক্টরের দায়িত্ব নেওয়ার জন্য। কিন্তু বিশ্বস্ত সূত্রের খবর, সৌরভ-দ্রাবিড়দের প্রাক্তন সতীর্থ বোর্ডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এনসিএ ডিরেক্টর পদে আগ্রহী নন লক্ষ্মণ।
ভারতীয় বোর্ড এনসিএ প্রধান পদে এমন একজনকে চাইছে, যাঁর ভারতীয় ক্রিকেটে অনেক অবদান রয়েছে।
আরও পড়ুন : বিশ্বকাপে নজির, চারে ৪ ক্যাম্ফারের
এই কারণেই সৌরভ-দ্রাবিড়দের প্রাক্তন সতীর্থকে ভাবা হয়েছিল। কিন্তু একাধিক দায়িত্বে থাকার জন্যই সম্ভবত এনসিএ প্রধান হতে আগ্রহী নন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা ব্যাটসম্যান।
বর্তমানে ঘরোয়া ক্রিকেটে বাংলার ব্যাটিং পরামর্শদাতা হিসেবে কাজ করছেন লক্ষ্মণ। পাশাপাশি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের মেন্টরের দায়িত্বও সামলান। এর বাইরে ৪৬ বছর বয়সি তারকা ভারতের সর্বকালের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যানদের একজন। ভিভিএস তাঁর কেরিয়ারে ১৩৪ টেস্টে করেছেন ৮৭৮১ রান। রয়েছে ১৭টি শতরান। লক্ষ্মণ প্রস্তাব ফেরানোয় এনসিএ প্রধান পদে নতুন কোনও হেভিওয়েট নামের খোঁজে বোর্ড।