নয়াদিল্লি, ২৬ অক্টোবর : যাবতীয় জল্পনার অবসান। মঙ্গলবার বিকেলে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হওয়ার জন্য আবেদনপত্র জমা দিলেন রাহুল দ্রাবিড়। প্রসঙ্গত, আবেদন জমা দেওয়ার শেষ দিন ছিল আজই। ফলে চলতি টি-২০ বিশ্বকাপের পরেই বিরাট কোহলিদের কোচের চেয়ারে দেখা যাবে প্রাক্তন ভারতীয় অধিনায়ককে।
আরও পড়ুন-সাংসদ পদে বাবুল সুপ্রিয়র ইস্তফায় সিলমোহর দিলেন স্পিকার
রবি শাস্ত্রীর পর টিম ইন্ডিয়ার হেড কোচ কে হবেন, তা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই জোর চর্চা চলছিল। মাঝে অনিল কুম্বলে ও ভিভিএস লক্ষ্মণের নাম হাওয়ায় ভেসে উঠলেও, আইপিএল চলাকালীন খবর রটে গিয়েছিল যে, বিরাট বাহিনীর হেড কোচ হতে চলেছেন দ্রাবিড়। তবে বিসিসিআই প্রেসিডেন্ট সম্প্রতি জানিয়েছিলেন, কোচ হওয়ার প্রস্তাবে এখনও চূড়ান্তভাবে সাড়া দেননি দ্রাবিড়। বরং কিছুদিন সময় চেয়ে নিয়েছেন। যদিও এদিন যাবতীয় গুঞ্জনের অবসান ঘটল।
মঙ্গলবার বিসিসিআইয়ের এক শীর্ষ কর্তা জানান, ‘‘হ্যাঁ, রাহুল দ্রাবিড় আনুষ্ঠানিকভাবে কোচ হওয়ার জন্য আবেদন জানিয়েছেন। ওঁর সঙ্গে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির বোলিং কোচ পারস মামরে এবং ফিল্ডিং কোচ অভয় শর্মাও জাতীয় দলের বোলিং এবং ফিল্ডিং কোচের জন্য আবেদন জানিয়েছেন। ওঁদের আবেদন মঞ্জুর হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।’’
এদিকে, দ্রাবিড়ের উত্তরসূরি হিসেবে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চিফ হওয়ার দৌড়ে ফের ভেসে উঠছে লক্ষ্মণের নাম। এর আগে এই প্রস্তাব লক্ষ্মণ ফিরিয়ে দিলেও বোর্ড সূত্রের খবর, বরফ কিছুটা হলেও গলেছে।