বেঙ্গালুরু : বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। বেঙ্গালুরুর কানিংহ্যাম রোডে মঙ্গলবার সন্ধে সাড়ে ছটা নাগাদ দ্রাবিড়ের (Rahul Dravid) গাড়ির পিছনে একটি পণ্যবাহী গাড়ি সজোরে ধাক্কা মারে। এতে দ্রাবিড় আঘাত না পেলেও, তাঁর গাড়ির পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। দ্রাবিড় নিজেই গাড়ি চালাচ্ছিলেন। প্রিয় গাড়ির ক্ষতি দেখে মেজাজ হারিয়ে পণ্যবাহী গাড়ির চালকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ। তবে তিনি পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করেননি। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।
আরও পড়ুন- ইস্টবেঙ্গলে এলেন ক্যামেরুনের মেসি