\লোকসভা থেকে পুরসভা, পঞ্চায়েতের ভোটে বাংলার বামেদের ভোট ক্রমশ রামের ভোট ব্যাঙ্ক ভরিয়েছে, যা পরিসংখ্যানেই প্রমাণিত। তা সত্ত্বেও কংগ্রেসের সমর্থন সব সময় রয়ে গিয়েছে সেই বামেদের দিকেই। বারবার নির্বাচনে কংগ্রেস কেন্দ্রীয় কমিটির নির্দেশে বাম-কংগ্রেস জোটই যেন বাংলার রাজনীতির সত্য হয়ে দাঁড়িয়েছে। যার সাম্প্রতিক প্রমাণ নদিয়ার কালীগঞ্জের উপনির্বাচন, যেখানে বাম-কংগ্রেস জোট হিসাবেই লড়েছে। এতদিনে ঘুম ভেঙে হঠাৎ রাহুল গান্ধী (Rahul Gandhi) দাবি করলেন, আদর্শগতভাবে আরএসএস ও বামেরা একই আসনে। তাঁর বিচারে সেই আদর্শগত কারণেই তাঁর লড়াই আরএসএস ও সিপিআইএম-এর সঙ্গে।
বাংলায় বামেদের সঙ্গে জোটের ঘোঁট পাকানো কংগ্রেস কেরালায় আবার বাম বিরোধী। আর সেখানেই সিপিআইএম-এর সঙ্গে একই আসনে আরএসএস-কে দেখতে পেয়ে চোখ খুলল কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতার। কেরালার কোট্টায়ামে রাহুল (Rahul Gandhi) দাবি করেন, আমার লড়াই আরএসএস ও সিপিআইএম-এর সঙ্গে এবং আদর্শের জায়গা থেকে তাদের সঙ্গে লড়াই করি।
আরও পড়ুন-২০২১-এর স্মৃতি উস্কে ফের সাপুরজির সুখবৃষ্টি থেকে ধৃত পাটনা হাসপাতালে শ্যুটআউটে অভিযুক্ত ৪
রাহুল দাবি করেন, এই দুই দলের মধ্যে মিল তারা কেউ সাধারণ মানুষের কথা ভাবে না। মানুষের অনুভূতির সঙ্গে কোনও যোগ নেই আরএসএস ও সিপিআইএম-এর, দাবি রাহুলের। এই একই কথা বারবার বাংলায় তৃণমূল কংগ্রেস বলে এসেছে। ৩৪ বছর ধরে বাংলার মানুষের কথা না ভেবে যেভাবে অপশাসন চালিয়েছিল সিপিআইএম, তার বিরুদ্ধেই সোচ্চার তৃণমূল। অথচ এতদিন সেই কথা অগ্রাহ্য করেই বাংলায় দিব্বি সিপিআইএম-এর সঙ্গে জোট বেঁধে চলেছে কংগ্রেস।
আচমকা বামেদের এভাবেই আরএসএস-এর পাশে বসালেন কংগ্রেস নেতা। বাংলায় বারবার তৃণমূল কংগ্রেস যে সত্যি তুলে ধরেছিল, এবার সেই সত্যি কী সত্যিই উপলব্ধি করলেন রাহুল গান্ধী, যদিও সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। নিছক কেরালার মাটি থেকে বাম বিরোধিতা করার জন্যই কী রাহুল এই মন্তব্য করেছিলেন, তা নিয়েও প্রশ্ন থাকছে। না কি বাস্তবেই সিপিআইএম-এর সঙ্গে একসঙ্গে পথ চলার পরে এই উপলব্ধি হল কংগ্রেস সাংসদের, তা নিয়েও প্রশ্ন থাকছে।
যদিও বাস্তবে রাহুল গান্ধী যেভাবে আরএসএস ও সিপিআইএম-এর আদর্শকে যে একই আসনে বসিয়েছেন, সেই অবস্থানে তিনি স্থির না থাকলে আদতে লজ্জায় মুখ পুড়বে কংগ্রেসেরই। ইতিমধ্যেই সিপিআইএম-এর পক্ষ থেকে আরএসএস-এর সঙ্গে কংগ্রেসের মিল তুলে ধরে খোঁচা দেওয়া শুরু হয়েছে। সিপিআইএম-এর দাবি, কেরালায় কংগ্রেস আরএসএস-এর সুরেই কথা বলে। দুটি দলই সাম্যবাদের বিরুদ্ধে কথা বলে। এমনকি সিপিআইএম-এর বার্তায় স্পষ্ট কেরালায় পা দিলেই রাহুল গান্ধী আরএসএস-এর সঙ্গে সমমানসিকতার হয়ে যান। অর্থাৎ কেরালার বাইরে যে কংগ্রেসের বাম বিরোধিতা খাটবে না, তেমন ইঙ্গিতও রয়েছে সিপিআইএম-এর জবাবে।