নয়াদিল্লি : মানহানির মামলায় ২ বছর কারাদণ্ডের জেরে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করেছে লোকসভার সচিবালয়। এরপরই অস্বাভাবিক দ্রুততায় চিঠি দিয়ে ৩০ দিনের মধ্যে রাহুলকে দিল্লির সরকারি বাসভবন ছাড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। মোদি সরকারের এই অতিসক্রিয়তা প্রতিহিংসামূলক বলে অভিযোগ করেছে কংগ্রেস।
আরও পড়ুন-ব্যাপম কেলেঙ্কারি ফাঁস করা চিকিৎসককে বরখাস্ত করল বিজেপি
তবে স্বয়ং রাহুল এই নোটিশের জবাবে জানিয়েছেন, তুঘলক রোডের বাংলো ছেড়ে দেবেন তিনি। লোকসভার হাউজিং কমিটির নোটিশের প্রত্যুত্তরে চিঠি পাঠিয়ে রাহুল বলেছেন, জনগণের ইচ্ছায় গত চারবারের সাংসদ হওয়ার সুবাদে আমি এখানে ভাল সময় কাটিয়েছি। এখানে আমার সুখের স্মৃতিও তৈরি হয়েছে। আমার অধিকারের প্রতি পক্ষপাত না করে আমি চিঠিতে থাকা নির্দেশ মেনে নেব। জানা যাচ্ছে, সরকারি বাংলো ছাড়ার পর আপাতত মা সোনিয়ার সঙ্গে ১০ জনপথের বাংলোয় থাকতে পারেন রাহুল। এই প্রসঙ্গে কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি বলেন, এটাই প্রমাণ করে যে রাহুল গান্ধীর উপর বিজেপির জাতক্রোধ রয়েছে। নিয়ম অনুযায়ী, নোটিশ দেওয়ার পর ৩০ দিন ওই বাড়িতে থাকা যেতে পারে। ৩০ দিনের পর বাজারমূল্যে ভাড়া দিয়েও থাকা যায় ওই বাড়িতে। কারণ রাহুল গান্ধী ‘জেড প্লাস’ নিরাপত্তার আওতায় পড়েন।