লোকসভা নির্বাচনকে মাথায় রেখে রাম নামে ভর করে বৈতরণী পার করার চেষ্টায় গেরুয়া ধ্বজাধারীরা। ভারত জোড়ো ন্যায় যাত্রার কর্মসূচিতে এই মুহূর্তে অসমে রয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। সোমবার রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনই ভগবানকে নিয়ে ঘৃণ্য রাজনীতির প্রদর্শন বিজেপির। যার মূল্য চোকাতে হল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে। এদিন ডবল ইঞ্জিন রাজ্য অসমের একটি মন্দিরে ঢুকতে গেলে গেরুয়া বাহিনীর বাধার মুখে পড়লেন রাহুলকে। সেখানকার বটদ্রব সত্র মন্দিরে পুজো দিতে গেলে মন্দির কর্তৃপক্ষ তাঁকে বাধা দেন বলে অভিযোগ। তারপরই অসমের নওগাঁওতে রাস্তার উপরে অবস্থানে বসেন রাহুল। তাঁর সঙ্গে ছিলেন একাধিক কংগ্রেসের কর্মী-সমর্থক।
আরও পড়ুন: ১৬ ফেব্রুয়ারি দেশ জুড়ে গ্রামীণ ধর্মঘট ডাকল সংযুক্ত কিসান মোর্চা
তবে এদিন বিনা কারণে রাহুলকে (Rahul Gandhi) আটকানোয় ক্ষুব্ধ হন কংগ্রেস নেতা। মন্দিরের সামনে দাঁড়িয়েই ‘হিন্দু’ মন্দির কর্তৃপক্ষের কাছে রাহুল জানতে চান কেন তাঁকে মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে না? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে দেখা যাচ্ছে রাহুল মন্দিরের এক নিরাপত্তা আধিকারিককে বলছেন আমি মন্দিরে যেতে চাই। আমি কী অন্যায় করেছি, যে কারণে আমি মন্দিরে ঢুকতে পারব না? এই প্রসঙ্গে কংগ্রেস সাংসদ বলেন, আমি কোনও সমস্যা তৈরি করতে চাইনি। কেবল মন্দিরে প্রার্থনা করতে চেয়েছিলাম। যদিও মন্দির কর্তৃপক্ষের সাফাই, তাঁরা কেবল স্থানীয় সাংসদ এবং স্থানীয় বিধায়ককে মন্দিরে প্রবেশের অনুমতি দিয়েছেন। বাকি কাউকে মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়ার অধিকার তাঁদের হাতে নেই।
রাহুলকে মন্দিরে ঢুকতে বাধা দেওয়া প্রসঙ্গে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, আমরা অনেক আগেই জানিয়েছিলাম ২২ জানুয়ারি সকাল ৭টায় মন্দিরে যাব। কিন্তু রবিবার রাতে আচমকা জানানো হয়, দুপুর ৩টে পর্যন্ত আমরা সেখানে যেতে পারব না। অসমের ডবল ইঞ্জিন হিমন্ত বিশ্বশর্মার বিজেপি সরকারের চাপের মুখেই মন্দির কর্তৃপক্ষ সিদ্ধান্ত বদলেছেন বলে দাবি করেছে কংগ্রেস। এদিকে যদিও বিষয়টি নিয়ে বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সোমবারের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তবে রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে কংগ্রেস নেতৃত্বকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। যদিও এই উদ্বোধন অনুষ্ঠান আসলে বিজেপি এবং আরএসএস-এর আয়োজিত বলে অভিযোগ করে তা বয়কট করেছে কংগ্রেস।
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…