হাথরসে মৃতদের পরিবারের পাশে রাহুল, মোদির সমালোচনায় বিরোধীরা

Must read

হাথরসে না গিয়ে দিল্লিতে ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী। এই নিয়ে বিরোধীদের নিশানায় নরেন্দ্র মোদি। এদিকে শুক্রবারই উত্তরপ্রদেশের হাথরসে স্বজনহারাদের সঙ্গে সাক্ষাৎ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। জানালেন, বিষয়টি নিয়ে লোকসভায় সরব হবেন তিনি। আশ্বাস দিলেন, কংগ্রেস সবরকমভাবে স্বজনহারাদের পাশে থাকবে।

মঙ্গলবার হাথরসের মুগলগঢ়িতে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ‘সৎসঙ্গে’র ডাক দিয়েছিলেন ধর্মগুরু ‘ভোলে বাবা’। অনুষ্ঠান শেষেই ঘটে বিপত্তি। হাথরসের ঘটনায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১২১ জনের। বিরোধীদের অভিযোগ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পুলিশ-প্রশাসন ভিড় নিয়ন্ত্রণে উপযুক্ত ব্যবস্থা নেয়নি। তাই এই দুর্ঘটনা। হাথরসকাণ্ডে এখনও পর্যন্ত ৬ জন গ্রেফতার হয়েছেন। তবে এত কিছুর পরও নাকি এফআইআরে ভোলে বাবার নাম নেই। বলে রাখা দরকার, এই ভোলে বাবাকে কেন্দ্র করেই আয়োজিত হয়েছিল অনুষ্ঠানটি।

আরও পড়ুন: পরাজয় মানলেন সুনক, ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার!

এদিন সকালে রাহুল (Rahul Gandhi) প্রথম আলিগড়ের নভিপুর খুর্দ এবং পিলাখনা গ্রামে যান। তারপর মৃতদের পরিবারের সঙ্গে কথা বলার পর রাহুল বলেন, “অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। বিষয়টি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখতে চাই না। কিন্তু, প্রশাসনের দিক থেকে খামতি রয়েছে। মৃতদের আত্মীয়রা অধিকাংশই গরিব পরিবারের। এদের আরও বেশি আর্থিক সাহায্য করা উচিত প্রশাসনের। আমি মুখ্যমন্ত্রী আদিত্যনাথকে অনুরোধ করব, সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার জন্য।”

Latest article