রাজকোট, ১৫ জানুয়ারি : রাজকোটে কে এল রাহুলের (KL Rahul) ব্যাটিং দেখে মুগ্ধ রবি শাস্ত্রী। কোনও রাখঢাক না করেই তিনি জানাচ্ছেন, ক্রিকেটার হিসাবে রাহুল এখন অনেক পরিণত।
কিউয়িদের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ভারত হেরে গেলেও, ৯২ বলে অপরাজিত ১১২ রানের দুরন্ত ইনিংস খেলেছেন রাহুল। বৃহস্পতিবার বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা এক ভিডিওতে ডানহাতি কর্নাটকির প্রশংসা করে শাস্ত্রী বলেন, রাহুল (KL Rahul) অনেক পরিণত হয়েছে। যখন ক্রিজে এসেছিল, তখন পরিস্থিতি বেশ কঠিন ছিল। কিন্তু যেভাবে ভারতীয় দলকে ওই পরিস্থিতি থেকে লড়াই করার মতো রানে পৌঁছে দেয়, তার প্রশংসা করতেই হবে।
শাস্ত্রী আরও বলেছেন, এই ম্যাচে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিল। ও ক্রিজে আসার পরেই বিরাট কোহলি আউট হয়ে যায়। দলের রান তখন ৪ উইকেটে ১১৮। পিচেও বল পড়ে ধীর গতিতে ব্যাটে আসছিল। কিন্তু ৩০-৪০ রানে পৌঁছনোর পর থেকেই হাত খুলে খেলেছে রাহুল। বেশ কিছু অসাধারণ শট মেরেছে। দেখে একবারের জন্যও মনে হয়নি চাপে আছে। শাস্ত্রীর সুরে সুর মিলিয়েছেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ইয়ান স্মিথও। তাঁর বক্তব্য, রাহুল অত্যন্ত পরিণত ক্রিকেটার। গোটা পরিস্থিতি দারুণভাবে সামলেছে। অত্যন্ত বু্দ্ধিমান ক্রিকেটার। হাতে সব ধরণের শট রয়েছে। ম্যাচের কোন সময় খোলস ছেড়ে বেরোতে হয়, সেটা খুব ভাল করেই জানে।
আরও পড়ুন-জয় দিয়েই যাত্রা শুরু করল ভারত

