কানপুর, ২৩ নভেম্বর : গ্রিন পার্কের পিচে বল গড়ানোর আগেই ভারতীয় শিবিরে দুঃসংবাদ। পায়ের পেশির চোটে শুধু কানপুর টেস্টই নয়, গোটা সিরিজ থেকেই সরে গেলেন কেএল রাহুল। টেস্ট অধিনায়ক বিরাট কোহলি প্রথম টেস্টে খেলছেন না। আরেক অভিজ্ঞ রোহিত শর্মাকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে গোটা টেস্ট সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। তাই রাহুলে না থাকাটা নিঃসন্দেহে বড় ধাক্কা।
বুধবার ট্যুইট করে এই খবর আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিয়েছে বিসিসিআই। জানা গিয়েছে, বাঁ পায়ের পেশিতে টান ধরেছে রাহুলের। তাই তাঁর পক্ষে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটো টেস্টের কোনওটাতেই খেলা সম্ভব নয়।
আরও পড়ুন : Mamata Banerjee Targets Delhi : দ্রুত হরিয়ানা-পাঞ্জাব যেতে চাই, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
সামনের মাসেই দক্ষিণ আফ্রিকা সফর রয়েছে। তাই রাহুলকে দ্রুত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হচ্ছে। আপাতত তিনি সেখানে রিহ্যাব করবেন। এনসিএ-র ফিটনেস টেস্টে পাস করতে পারলেই, রাহুলের নাম দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বিবেচিত হবে।
বোর্ড সূত্রের খবর, রাহুলের এই চোট পুরনো। তবে কিউয়িদের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচের পর সমস্যা বেড়ে গিয়েছিল। তাই ইডেনের ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু এর পরেও রাহুলের পায়ের পেশিতে সমস্যা কমছিল না। তাই টেস্ট সিরিজের স্কোয়াডে তড়িঘড়ি সূর্যকুমার যাদবকে ডাকা হয়েছিল। গতকালের খবর ছিল, কানপুর টেস্টে ভারতের হয়ে ওপেন করবেন কে এল রাহুল এবং মায়াঙ্ক আগরওয়াল। বিরাটের অনুপস্থিতিতে চারে ব্যাট করবেন শুভমান গিল। এদিকে, রাহুল ছিটকে যাওয়ায় পর মায়াঙ্কের সঙ্গে ওপেন করবেন শুভমানই। কানপুরে চার নম্বরে কে ব্যাট করবেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ এই একটা জায়গার জন্য এখন লড়াই দুই মুম্বইকর শ্রেয়স আইয়ার ও সূর্যকুমার যাদবের মধ্যে।