আয়ুশ আমাদের বেবি এবি : রাহুল

আইপিএলে অভিষেক ম্যাচেই নজরকাড়া পারফরম্যান্স করে সমর্থকদের মন জিতে নিয়েছেন লখনউ সুপার জায়ান্টসের আয়ুশ বাদোনি।

Must read

মুম্বই, ২৯ মার্চ : আইপিএলে অভিষেক ম্যাচেই নজরকাড়া পারফরম্যান্স করে সমর্থকদের মন জিতে নিয়েছেন লখনউ সুপার জায়ান্টসের আয়ুশ বাদোনি। শেষ ওভারে গুজরাট টাইটান্স ম্যাচ ছিনিয়ে নিলেও ম্যাচে লখনউকে লড়াইয়ে রেখেছিল উত্তরাখণ্ডের ২২ বছরের তরুণের দুরন্ত ইনিংস। ৪১ বলে ৫৪ রানের ইনিংস খেলে একটি নজিরও গেড়েছেন আয়ুশ। আইপিএল অভিষেকে ছয় নম্বরে ব্যাট করে অর্ধশতরান করা প্রথম খেলোয়াড় হলেন তিনি। দল হারলেও লখনউ ক্যাপ্টেন লোকেশ রাহুল প্রশংসায় ভরিয়ে দিয়েছেন আয়ুশকে।

আরও পড়ুন-নাম প্রত্যাহার রুখতে কড়া হচ্ছে বোর্ড আইপিএল

কেএল বলেন, ‘‘ও (আয়ুশ) আমাদের বেবি এবি। প্রথম দিন থেকেই ও অসাধারণ। এত অল্প বয়সেও এবি ডেভিলিয়ার্সের মতো ৩৬০ ডিগ্রি ঘুরে শট খেলতে পারে আয়ুশ। ওর জন্য আমি খুব খুশি, কারণ ও সুযোগটা কাজে লাগিয়েছে। আমাদের ৪টে উইকেট পড়ার পর নেমেছিল। ফলে ওর কাছে পরিস্থিতি খুব সহজ ছিল না। কিন্তু চাপের মধ্যেও আয়ুশ ভাল করেছে। আশা করি, ও এভাবেই এগিয়ে যাবে।’’
আর আয়ুশ জানালেন, লখনউ দলের মেন্টর গৌতম গম্ভীরের পরামর্শ তাঁকে ভাল খেলতে সাহায্য করেছে। তিনি বলেন, ‘‘গৌতম ভাইয়া খুব সাহায্য করেছে আমাকে। আমাকে বলেছে, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলবে দলের সিনিয়ররা। তুমি শুধু নিজের স্বাভাবিক খেলা খেলবে। বল খেলবে, বোলারকে নয়।’’

Latest article