ট্রাম্পের মন্তব্য নিয়ে রাহুল-শশী দ্বন্দ্ব তীব্র

ভারতের অর্থনীতিকে কটাক্ষ করে মার্কিন প্রেসিডেন্ট যে মন্তব্য করেছেন তাকে হাতিয়ার করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

Must read

প্রতিবেদন: কংগ্রেসের ঘর ভাঙলেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের অর্থনীতিকে কটাক্ষ করে মার্কিন প্রেসিডেন্ট যে মন্তব্য করেছেন তাকে হাতিয়ার করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আর কংগ্রেসের আক্রমণ যখন মোদি সরকারকে অস্বস্তিতে ফেলছে তখন কেন্দ্রের ঢাল হয়ে দাঁড়িয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর স্পষ্ট বললেন, আমেরিকার প্রেসিডেন্ট ভারত সম্পর্কে কিছু জানেন না। দেশের অর্থনীতি নিয়ে থারুরের মন্তব্য যখন বিজেপি সরকারকে স্বস্তি দিচ্ছে তখন এই ইস্যু রাহুল-শশী অন্তর্দ্বন্দ্বকে ফের প্রকাশ্যে এনে প্রধান বিরোধী দলের ক্ষয়িষ্ণু চেহারাই প্রকট করে দিল।

আরও পড়ুন-দিল্লি পুলিশকে সুপ্রিম ভর্ৎসনা শিশু-সহ রুশ বধূ পালানোর, তদন্তের নির্দেশ দূতাবাসকে

প্রসঙ্গত, শুল্ক নিয়ে টানাপোড়েনের আবহে বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ভারত এবং রাশিয়া তাদের নিজেদের মধ্যে কী করছে, তা নিয়ে মাথা ঘামাই না। ওরা নিজেদের মৃত অর্থনীতিকে আরও ডোবাতেই পারে। ট্রাম্পের এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ভারতীয় পণ্যের উপর ইতিমধ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। শুক্রবার থেকে তা কার্যকর হয়েছে। পাশাপাশি রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়ার জন্য বাড়তি ‘জরিমানা’ নেওয়া হবে বলেও জানিয়েছে আমেরিকা। এই আবহে ট্রাম্পের মন্তব্যকে রাজনৈতিক হাতিয়ার করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করে এক্স পোস্ট করে রাহুল লেখেন, ভারতের অর্থনীতি মৃত। মোদিই তাকে খুন করেছেন। আদানি-মোদির সমঝোতা, নোটবন্দি, ভুল জিএসটি নীতির কারণে কৃষি এবং ক্ষুদ্রশিল্প ধ্বংস হয়ে গিয়েছে। ভারতীয় যুবসমাজের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী। তাদের জন্য কোনও চাকরি নেই। সংসদ ভবনের সামনেও ট্রাম্পের মন্তব্যকে ‘সঠিক’ বলে উল্লেখ করেন রাহুল। বলেন, প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী ছাড়া সকলেই সত্যিটা জানেন। গোটা বিশ্ব জানে বিজেপি ভারতীয় অর্থনীতির ক্ষতি করে আদানিকে সাহায্য করেছে। এদিকে লোকসভার বিরোধী দলনেতার মন্তব্য পরোক্ষে খারিজ করে কেরলের তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুর শুক্রবার বলেন, ভারতীয় অর্থনীতি নিয়ে ট্রাম্প যে মন্তব্য করেছেন তা আদৌ ঠিক নয়। ভারতের প্রকৃত পরিস্থিতি কী, তা সকলেই জানেন। সব মিলিয়ে ট্রাম্পের মন্তব্য ঘিরে এবার কংগ্রেসের অন্দরে ঝড়!

Latest article