আন্তর্জাতিক

ট্রাম্পের মন্তব্য নিয়ে রাহুল-শশী দ্বন্দ্ব তীব্র

প্রতিবেদন: কংগ্রেসের ঘর ভাঙলেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের অর্থনীতিকে কটাক্ষ করে মার্কিন প্রেসিডেন্ট যে মন্তব্য করেছেন তাকে হাতিয়ার করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আর কংগ্রেসের আক্রমণ যখন মোদি সরকারকে অস্বস্তিতে ফেলছে তখন কেন্দ্রের ঢাল হয়ে দাঁড়িয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর স্পষ্ট বললেন, আমেরিকার প্রেসিডেন্ট ভারত সম্পর্কে কিছু জানেন না। দেশের অর্থনীতি নিয়ে থারুরের মন্তব্য যখন বিজেপি সরকারকে স্বস্তি দিচ্ছে তখন এই ইস্যু রাহুল-শশী অন্তর্দ্বন্দ্বকে ফের প্রকাশ্যে এনে প্রধান বিরোধী দলের ক্ষয়িষ্ণু চেহারাই প্রকট করে দিল।

আরও পড়ুন-দিল্লি পুলিশকে সুপ্রিম ভর্ৎসনা শিশু-সহ রুশ বধূ পালানোর, তদন্তের নির্দেশ দূতাবাসকে

প্রসঙ্গত, শুল্ক নিয়ে টানাপোড়েনের আবহে বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ভারত এবং রাশিয়া তাদের নিজেদের মধ্যে কী করছে, তা নিয়ে মাথা ঘামাই না। ওরা নিজেদের মৃত অর্থনীতিকে আরও ডোবাতেই পারে। ট্রাম্পের এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ভারতীয় পণ্যের উপর ইতিমধ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। শুক্রবার থেকে তা কার্যকর হয়েছে। পাশাপাশি রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়ার জন্য বাড়তি ‘জরিমানা’ নেওয়া হবে বলেও জানিয়েছে আমেরিকা। এই আবহে ট্রাম্পের মন্তব্যকে রাজনৈতিক হাতিয়ার করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করে এক্স পোস্ট করে রাহুল লেখেন, ভারতের অর্থনীতি মৃত। মোদিই তাকে খুন করেছেন। আদানি-মোদির সমঝোতা, নোটবন্দি, ভুল জিএসটি নীতির কারণে কৃষি এবং ক্ষুদ্রশিল্প ধ্বংস হয়ে গিয়েছে। ভারতীয় যুবসমাজের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী। তাদের জন্য কোনও চাকরি নেই। সংসদ ভবনের সামনেও ট্রাম্পের মন্তব্যকে ‘সঠিক’ বলে উল্লেখ করেন রাহুল। বলেন, প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী ছাড়া সকলেই সত্যিটা জানেন। গোটা বিশ্ব জানে বিজেপি ভারতীয় অর্থনীতির ক্ষতি করে আদানিকে সাহায্য করেছে। এদিকে লোকসভার বিরোধী দলনেতার মন্তব্য পরোক্ষে খারিজ করে কেরলের তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুর শুক্রবার বলেন, ভারতীয় অর্থনীতি নিয়ে ট্রাম্প যে মন্তব্য করেছেন তা আদৌ ঠিক নয়। ভারতের প্রকৃত পরিস্থিতি কী, তা সকলেই জানেন। সব মিলিয়ে ট্রাম্পের মন্তব্য ঘিরে এবার কংগ্রেসের অন্দরে ঝড়!

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

33 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

41 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

11 hours ago