বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার: ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টি। যার জেরে ভয়াবহ অবস্থা জয়গাঁর ডারাগাঁও এলাকায়। ধসে (Landslide in Alipurduar) চাপা পড়ে গিয়েছে কয়েকটি বাড়িও। প্রশাসনের তৎপরতায় বাসিন্দাদের অনত্র নিয়ে যাওয়া হয়েছে। বুধবার ঘটনাস্থলে জেডিএ চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা এসে পরিস্থিতি পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন সেচ দফতরের আধিকারিকেরা। তিনি জানান জোরকদমে চলছে উদ্ধার কাজ।
আরও পড়ুন-২৪ অথবা ২৫শে আছড়ে পড়ার সম্ভাবনা সিত্রাংয়ের
দুর্যোগের (Landslide in Alipurduar) কারণে জয়গাঁর ঝর্নাবস্তির রাস্তায় ধস নেমেছে। জয়গাঁওয়ের সঙ্গে আশপাশের এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন। আজ ভোরে হাসিমারা ঝোরায় জল উপচে ভেসে যায় আশপাশের এলাকা। স্থানীয়দের আশঙ্কা, নদীগর্ভে তলিয়ে যেতে পারে ঝর্নাবস্তি সংলগ্ন একাধিক বাড়ি। শহরের সূচনাপ্রান্তে এমন অবস্থায় দুশ্চিন্তায় এলাকাবাসীরা। ঝর্নাবস্তির গার্ডওয়াল ভেঙে সড়কের সম্পূর্ণ অংশ ঝোরার জলে চলে গিয়েছে। প্রবল বৃষ্টির কারণে ফুঁসছে ভুটানের নদীগুলিও। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিন এই খারাপ আবহাওয়া থাকবে।