মুখ্যমন্ত্রীর উদ্যোগে রায়গঞ্জে ইন্ডাস্ট্রিয়াল পার্ক

Must read

অপরাজিতা জোয়ারদার, রায়গঞ্জ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) উদ্যোগে রাজ্য জুড়ে চলছে উন্নয়ন যজ্ঞ। হচ্ছে শিল্প, বাড়ছে কর্মসংস্থান। উত্তরদিনাজপুরের রায়গঞ্জে এবার উদ্বোধনের অপেক্ষায় ইন্টাস্ট্রিয়াল পার্ক। উল্লেখ্য, এই জায়গা বাম আমল থেকেই বন্ধ ছিল ওয়েস্ট দিনাজপুর স্পিনিং মিল। এক সময় পশ্চিম দিনাজপুরের এই শিল্পকেন্দ্র ছিল কর্মব্যস্ত। মানুষের রুজিরোজগার নির্ভর করত এই শিল্পের ওপর। অজানা কারণে বন্ধ হয়ে যায় এই কারখানা। রোজগার হারান মিলের কর্মীরা। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে অন্যান্য দফতরে কাজের সংস্থান করেন কর্মচারীদের। শুধু তাই নয় নতুনভাবে শিল্প গড়ার পরিকল্পনা করেন তিনি। সেইমতো কাজও শুরু হয়। দীর্ঘদিন দিন থেকে বন্ধ থাকা এই এলাকা ফিরে পেতে চলেছে স্বাভাবিক ছন্দ। স্পিনিং মিলে টেক্সটাইল পার্ক গড়ে তোলার যে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী সেই কথা পূরণ করেছেন তিনি। রায়গঞ্জ শিল্প পার্কের কাজ প্রায় শেষ। এখানে জেলার স্কুলের ছাত্র-ছাত্রীদের পোশাক তৈরি করা হবে। জেলা সভাধিপতি পম্পা পাল বলেন, মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) উদ্যোগে স্পিনিং মিলের প্রায় তেত্রিশ একর জমির উপর ইন্টিগ্রেটেড টেক্সটাইল পার্ক গড়ে তোলা হচ্ছে। খুব শীঘ্রই কাজ শেষ হবে। উল্লেখ্য, রাজ্য সরকারের তরফে ওয়েস্ট বেঙ্গল স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশনকে লিজ দেওয়া হয়েছে এই জায়গা। যার পর থেকেই সীমানা প্রাচীর, ড্রেনেজ সিস্টেম-সহ অন্যান্য পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে মিলে। দফতরের পক্ষ থেকে তন্তুজকে পাওয়ার লুম করার জন্য দেওয়া হয়েছে। মেশিনের ব্যবহারে কাপড়ের যাবতীয় কাজ হবে। শুধু তাই নয় টেক্সটাইল সম্পর্কিত কাজ যেমন সুতো, কাপড়, রেডিমেড কাপড়, ডায়িং, ব্লিচিং-সহ সবরকম কাজ করার সুযোগ থাকবে। এই মিলেই প্লট করে প্রয়োজনীয় ছোট ছোট ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে। তাই খুশি জেলাবাসীরাও।

আরও পড়ুন- শীর্ষে চোখ ইস্টবেঙ্গলের, কালীঘাটের কাছেও হার মোহনবাগানের

Latest article