প্রতিমা নিরঞ্জনের পর নদী সাফাই রায়গঞ্জ পুরসভার

পুরসভার উদ্যোগে নদীদূষণ রুখতে চলছে কাজ। প্রতিমা নিরঞ্জন পর্ব শেষে প্রতিমার কাঠামো পড়ে থাকলে নদীতে বৃদ্ধি পায় দূষণের মাত্রা

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ : পুজো শেষে পুরসভার উদ্যোগে নদীদূষণ রুখতে চলছে কাজ। প্রতিমা নিরঞ্জন পর্ব শেষে প্রতিমার কাঠামো পড়ে থাকলে নদীতে বৃদ্ধি পায় দূষণের মাত্রা। সেই দূষণ রোধে পুরসভাই নদী-সাফাইয়ের কাজ করে থাকে৷ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, কালিয়াগঞ্জ সহ পুরসভা গুলিতেও বিসর্জনের পর্ব শেষ হতেই নদী-সাফাইয়ের কাজ চলছে জোরকদমে।

আরও পড়ুন-নিষেধাজ্ঞার আড়ালে দাপট বাড়ছে চোলাইয়ের, নীতীশের বিহারে বিষাক্ত মদে মৃত ৬

কালিয়াগঞ্জের শ্রীমতী নদীরঘাট থেকে প্রতিমার কাঠামোগুলি তুলে ফেলার কাজ শুরু করেছেন পুরসভার সাফাইকর্মীরা৷ বুধবার নদীঘাটে পুরকর্মীদের ব্যস্ততা ছিল। পুরসভার সাফাইকর্মীরাই নদীর জল থেকে তুলে আনছে প্রতিমার ছোট-বড় কাঠামো। কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান রামনিবাস সাহা বলেন, দুর্গাপুজো শেষ। কিন্তু শহরকে পরিষ্কার রাখতে বদ্ধপরিকর আমরা। তাই নদীর ও পরিবেশের দূষণ রুখতে পুরসভা সাফাইকর্মীরা নদীর ঘাট থেকে কাঠামোগুলি তুলে ফেলছে। এই কাজে দ্রুততা আনতে জেসিবি ব্যবহার করা হচ্ছে বলেও জানান তিনি।

Latest article