দল ছাড়লেন বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী

Must read

প্রতিবেদন : রাজ্য বিজেপিতে ফের ভাঙন৷ গেরুয়া শিবিরের ক্ষয়িষ্ণু চেহারা প্রকাশ্যে৷ ক্ষোভে–বিক্ষোভে দল ছাড়লেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী৷ সাংবাদিক বৈঠকে তিনি সরাসরি সাংসদ দেবশ্রী চৌধুরির বিরুদ্ধে তোপ দেগেছেন৷ সাফ জানিয়েছেন, এই ধরনের নেত্রীর সঙ্গে কাজ করা যায় না৷ সাংসদ কখন এলাকায় আসেন আর কখন যান তা পার্টিকর্মীরা জানতে পারেন না৷ কোনও যোগাযোগ রাখেন না৷ প্রয়োজনে এলাকার মানুষ কাছে পান না৷ ন্যূনতম সম্মান দেন না সহকর্মীদের৷ তাই আত্মসম্মান বিকিয়ে না ​দিয়ে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি৷

আরও পড়ুন : শনিবার মেঘালয়ে জয়যাত্রা শুরু

দেবশ্রী বৃহস্পতিবার রাতে রায়গঞ্জে গিয়ে বৈঠক করে কৃষ্ণকে শোকজ করলে আগুনে ঘি পড়ে৷ শোকজ পাঠানো হয় দলের জেলা সভাপতির হাত দিয়ে৷ আর তারপরেই কৃষ্ণ কল্যাণী শুক্রবার সকালে জানিয়ে দেন, এই গণতন্ত্রবিরোধী, জনবিচ্ছিন্ন নেতা–নেত্রীদের সঙ্গে কাজ করবেন না৷ দল ছাড়বেন৷ তবে রাজনীতিতে থাকবেন৷ ভবিষ্যতে কী করবেন, তা আগামিদিনেই জানিয়ে দেবেন৷ (বিস্তারিত ভিতরে)

Latest article