বিএসএফ থেকে শিল্প, সব দিকে নিয়ে কড়া নজর মুখ্যমন্ত্রীর

0
45

রায়গঞ্জ : নাগাল্যান্ড এবং বিধানসভা নির্বাচনের সময়ে কোচবিহারের শীতলকুচির ঘটনাকে ফের তুলে ধরে বিএসএফের সঙ্গে কড়া অবস্থান রাখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিএসএফ যাতে কোনও ভাবেই তাদের এলাকা বহির্ভূত জায়গায় ঢুকে সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে তা দেখতে দক্ষিণ এবং উত্তর দিনাজপুর জেলার পুলিশকে নির্দেশ দিলেন তিনি। বিভিন্ন সময়ে বিএসএফের জওয়ান এবং কর্মীরা এলাকার বাইরে বেরিয়ে সাধারণ মানুষকে অকারণে হেনস্তা করে, যা মেনে নেওয়া যায় না। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, পুলিশ যেন বিএসএফকে তাদের এলাকায় অকারণে প্রবেশ করতে না দেয়। এই বিষয়ে রায়গঞ্জ কর্ণজোড়ায় অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠক রাজ্য পুলিশের ডিজিকে নজর রাখতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘অনেক সময়ই দেখা যায় যে বিএসএফ নিজেদের এলাকা ছেড়ে অন্য এলাকায় ঢুকে হেনস্তা করে সাধারণ মানুষকে। যা কোনওমতেই হতে দেওয়া যাবে না। এই বিষয়ে প্রত্যেক থানা এবং সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদের নজর রাখতে হবে।’’ তিনি ডিজিকে উদ্দেশ করে বলেন, ‘‘নাগাল্যান্ড বা কোচবিহারের শীতলকুচিতে কী ঘটেছিল তা নিশ্চয়ই আপনার জানা আছে। এরপরেও বিএসএফ যদি অকারণে নিজের এলাকার বাইরে এসে সাধারণ মানুষকে হেনস্তা করে তবে আপনারা কোনও ভাবেই অনুমতি দেবেন না।’’ পাশাপাশি জেলা পুলিশ সুপারকেও এই বিষয়ে প্রতিটি থানার আধিকারিকদের নির্দেশ দিতে বলেন।

প্রকল্প নিয়ে নয় কোনও টালবাহানা
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পড়ে থাকা আবেদনের কাজ সম্পন্ন করার নির্দেশ মুখ্যমন্ত্রীর। রায়গঞ্জে অনুষ্ঠিত প্রশাসনিক সভায় বসেই রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের বর্তমান অবস্থার পরিসংখ্যানগত তথ্য শুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আধিকারিকদের এদিন স্পষ্ট বলেন, এই সব প্রোজেক্ট সরকারের এগিয়ে যাওয়া প্রোজেক্ট। কেউ যাতে বঞ্চিত না হয়। আধিকারিকরা মুখ্যমন্ত্রীকে জানান, গোটা রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন জমা পড়েছে ১ কোটি ৬৪ লক্ষ। যার মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনকারী ২৯৪০০০ এবং উত্তর দিনাজপুর জেলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ৩২৭০০০ আবেদন অনুমোদন দেওয়ার পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বর মাস অবধি টাকা পাঠানোর কাজও হয়ে গিয়েছে। যদিও গোটা রাজ্যের পরিসংখ্যানগত আবেদনের নিরিখে মোট আবেদনের মধ্যে ৮০০০০ আবেদনের অনুমোদন দেওয়া হয়নি এখনও সঠিক কাগজপত্র না থাকার কারণে। আধিকারিকরা মুখ্যমন্ত্রীকে জানান, অনুমোদনহীন আবেদনপত্রের আবেদনকারীর প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের কাজ চলছে জেলাশাসকদের তত্ত্বাবধানে। মুখ্যমন্ত্রী বিধায়কদের ওই কাজ করতে বলেন।

আরও পড়ুন : মাত্র তিন বছরেই এনে দিয়েছেন সোনালি দিন,ওয়ার্ডের ভোল বদল করে দিয়েছেন রাজীব

স্টুডেন্ট উইকে সবারই কার্ড
প্রতিটি গরিব ছাত্রছাত্রী যাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড পায় তার নিশ্চয়তায় অনড় মুখ্যমন্ত্রী। রায়গঞ্জের প্রশাসনিক সভা থেকে আধিকারিকদের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কাজ ‘স্পিড আপ করা’-র নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সঙ্গে দিলেন টাস্ক ফোর্স গঠনের নির্দেশ। মঙ্গলবার রায়গঞ্জের প্রশাসনিক সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আধিকারিকদের কাছ থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের খবর জানতে চাইলে আধিকারিকরা মুখ্যমন্ত্রীকে জানান, গোটা রাজ্যে ১ লক্ষ ১ হাজার ১২২ জন ছাত্রছাত্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করেছে, যার মধ্যে ৫৮,০০০ হাজার ছাত্রছাত্রীর আবেদন মঞ্জুর করা হয়েছে। এদিন আধিকারিকরা জানান, এখনও পড়ে থাকা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদনগুলির মধ্যে ৪০ শতাংশ আবেদনকারী ছাত্রছাত্রীর আবেদন নন প্রফেশনাল কোর্সের। এবং নন প্রফেশনাল কোর্স করার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদনকারীদের আবেদন মঞ্জুর করতে অনেক ব্যাঙ্ক অনীহা দেখাচ্ছে। যে কারণে ছাত্রছাত্রীদের স্টুডেন্ট ক্রেডিট প্রদানে সমস্যা হচ্ছে। উল্লেখ্য যে, ১ জানুয়ারি দিনটিকে ছাত্র দিবস হিসাবে এবং ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি অবধি এক সপ্তাহকে ছাত্র সপ্তাহ পালনের সিদ্ধান্ত ইতিমধ্যেই ঘোষণা করেছে রাজ্য সরকার।

আরও পড়ুন : প্রশাসনিক বৈঠক থেকে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস মুখ্যমন্ত্রীর,

শিল্পে বিনিয়োগের দরজা খুলে দিলেন
দুই দিনাজপুরকে শিল্পে এগিয়ে নিয়ে যাওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালিয়াগঞ্জে ৩১ একর জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির কথা বলেন তিনি। এনিয়ে স্থানীয় বিধায়ক সৌমেন রায় ও প্রশাসনকে উদ্যোগ নিতে বলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি রায়গঞ্জের স্পিনিং মিলকে টেক্সটাইল পার্কে পরিণত করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মঙ্গলবার রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত অডিটোরিয়ামে এই বিষয়ে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এর মাধ্যমে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা স্পিনিং মিল খুলে গেলে কর্মসংস্থান বাড়ার পাশাপাশি শিল্প বৃদ্ধি পাবে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ওই মিলের কর্মীদের অন্যান্য জায়গায় চাকরির বন্দোবস্ত করা হলেও শিল্প একেবারে থমকে গিয়েছিল। সেই স্পিনিং মিলকে ফের জীবন দিতে এবারে ৩৩ একর জায়গার উপরে তৈরি হবে টেক্সটাইল পার্ক। ব্যবসায়ীরা সেখানে পাওয়ার লুম বসাতে পারবেন। তার জন্যও ঋণ দেবে সরকার। পাওয়ার লুমের যা কাপড় তৈরি হবে তা কিনে নেবে রাজ্য সরকার। কাজেই টেক্সটাইল পার্কে লগ্নি করতে ইচ্ছুক ব্যবসায়ীরাও যথেষ্ট ভাল সুযোগ-সুবিধা পাবেন বলেই দাবি করেছেন তিনি। মূলত বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের স্কুল ইউনিফর্ম দেওয়ার পাশাপাশি নানা ভাবে রাজ্য সরকারের প্রতি বছর কয়েক লক্ষ মিটার কাপড় কিনতে হয় যা রাজ্যের তিনটি বন্ধ হয়ে যাওয়া স্পিনিং মিলের থেকে কিনবে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রীর নির্দেশ

মঙ্গলবার রায়গঞ্জের প্রশাসনিক বৈঠক থেকেই কার্যত রাজ্যের পুরভোটের দামামা বাজিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের মঞ্চ থেকে এদিন তিনি আগামী দু’তিন মাসের মধ্যে পুরসভার ভোট সেরে ফেলার ইঙ্গিত দিলেন। সেই সঙ্গে তিনি রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলি জেলায় কী অবস্থায় রয়েছে, তা অবিলম্বে খতিয়ে দেখতে নির্দেশ দেন পুরকর্তাদের। এই নিয়ে কোনও ঢিলেমি বরদাস্ত করা হবে না বলেও এদিন পুর প্রশাসকদের সতর্ক করে দেন তিনি। এর পাশাপাশি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, সাগরমেলা-সহ বিভিন্ন পরীক্ষা ও উৎসবগুলির সূচি খতিয়ে দেখে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ারও নির্দেশ দেন।

ফলন বাড়ান
বিশ্ববাজারে তুলাইপাঞ্জি চালের চাহিদা ক্রমশ তুঙ্গে। তার রফতানি আরও বাড়াতে তুলাইপাঞ্জির উত্পাদন বাড়ানোর জন্য কৃষি আধিকারিকদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই দিনাজপুরে ফলানো এই সুগন্ধী চাল অন্যান্য জেলাতে তো বটেই, বিদেশেও জনপ্রিয়। বিশ্ববাংলা বিপণনকেন্দ্রেও তার চাহিদা যথেষ্ট।

নিলেন খোঁজ
দক্ষিণ দিনাজপুর জেলার হিলি স্থলবন্দরের রফতানির অবস্থার খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী। রায়গঞ্জে অনুষ্ঠিত প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিলি ব্লকের যুগ্ম বিডিও নিশাদ আহমেদ-এর কাছে জানতে চান সরকারের কাছে রেভিনিউ আসছে তো। যুগ্ম বিডিও উত্তরে হ্যাঁ বলবার পর তিনি ফের প্রশ্ন করে জানতে চান ক্রস ভেরিভাই করছেন তো। এরপরেই সতর্ক করে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন মিডলম্যানরা মাঝে থেকে টাকা খেয়ে নেয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী হিলি থানার আইসি গণেশ শর্মা-র কাছে জানতে চান নাকা চেকিং চলছে কি না।