সংবাদদাতা, মেদিনীপুর : হাওড়া এবং খড়গপুর ডিভিশনের রেলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ডিভিশনেই এবার টানা ১৯ দিন বিপর্যস্ত হতে চলেছে রেল (Railway) পরিষেবা। বিজ্ঞপ্তি শুনেই মাথায় হাত নিত্যযাত্রীদের। দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের অধীন সাঁতরাগাছি স্টেশনে আধুনিকীকরণ এবং প্রি-ইন্টারলকিং ও ইন্টারলকিংয়ের কাজ চলবে ৩০ মার্চ থেকে ১৮ এপ্রিল। ফলে টানা ১৯ দিন ব্যাহত হবে পরিষেবা। খড়গপুর ডিভিশনের হাওড়া-খড়গপুর লাইনে প্রায় দুশো লোকাল ট্রেন এবং ২৭টি এক্সপ্রেস বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন-মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণের দায়ে ১৪ বছরের সাজা
এছাড়াও, একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ও সময় পরিবর্তন করা হয়েছে বলে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি প্রেস বিবৃতি জারি করে জানানো হয়েছে খড়গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএমের পক্ষ থেকে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২ মে থেকে ১৮ মে-র মধ্যে প্রায় ২৭টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হচ্ছে। সময় পরিবর্তন করা হচ্ছে ১৫টি এক্সপ্রেস এবং লোকালের। এছাড়াও, ৩০ এপ্রিল থেকে ১৮ মে-র মধ্যে মোট ২১২টি লোকাল ট্রেন বাতিল করা হবে। এর মধ্যে ১৭ মে সর্বাধিক ৫৮টি লোকাল বাতিল করা হচ্ছে। ৩ মে ২১, ৭ মে ১৯, ১১ মে ৩৬ এবং ১৮ মে ৩২টি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। এই সময়ে ১২, ১৩ ও ১৪ মে লোকাল ট্রেনের পরিষেবা স্বাভাবিক থাকবে।