সুমন করাতি: অবশেষে জল্পনার অবসান। আগামী ২৭ জুলাই হিন্দমোটরের ওয়াগন ফ্যাক্টরির মধ্যে রেলওয়ে কোচ ফ্যাক্টরির উদ্বোধন হতে চলেছে। পরিকল্পনা ঠিকঠাক চললে উদ্বোধন করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরেজমিন তারই প্রস্তুতি খতিয়ে দেখলেন চন্দননগরের সিপি এবং জেলা প্রশাসনের পদস্থ কর্তারা। ওই কোচ ফ্যাক্টরির উদ্বোধন হলে ভারতীয় ব্রডগেজ রেলের কোচ ও মেট্রো রেলের কোচ তৈরি হবে হিন্দমোটরেই। ওই দিনই ভার্চুয়ালি পলতায় হেলিকপ্টার নির্মাণ কারখানাও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-গ্রীষ্ম-বর্ষা ছাতাই ভরসা
উত্তরপাড়ার পুরপ্রধান দিলীপ যাদব বলেন, মুখ্যমন্ত্রী যে আসছেন সেটা খুবই গর্বের বিষয়। একই সঙ্গে শিল্পের উন্নতিও বড় পাওনা। ২৭ জুলাইয়ের অনুষ্ঠান উপলক্ষে এখন থেকে এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দিকে নজর দিচ্ছে স্থানীয় প্রশাসন। টিটাগড় ওয়াগন কারখানার সভাকক্ষেও পুলিশ এবং প্রশাসনের মধ্যে আলোচনা হয়। হিন্দমোটর কারখানায় তৈরি হত অ্যাম্বাসডর। কিন্তু ৯০-এর গোড়া থেকে বিড়লাদের এই কারখানাটি বন্ধ হয়ে যায়। কারণ প্রতিযোগিতায় টিকতে পারেনি অ্যাম্বাসাডর। গাড়ির বাজারে ক্রমশ পিছু হঠতে থাকে হিন্দমোটরের এই কারখানা। কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে যায়। বাম জমানায় এই কারখানা খোলার কোনও উদ্যোগ নেওয়া হয়নি। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের হিন্দমোটর কারখানা নতুন প্রাণের সঞ্চার হতে চলেছে। এবার টিটাগড় ওয়াগন ফ্যাক্টরির আরও একটি কারখানা হবে হিন্দমোটরের। নতুন করে চিমনি থেকে উড়বে আবার ধোঁয়া।