রেলের বন্ধ ভবন ডেঙ্গির আখড়া

মঙ্গলবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চের রামকিঙ্কর হলে শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে ডেঙ্গি প্রতিরোধের বিষয়ে একটি বৈঠক হয়।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : রেলের অব্যবহৃত ভবনই হয়ে উঠেছে ডেঙ্গির আখড়া। জমা জল, আবর্জনা আর সেখানেই ডিম পাড়ছে এডিস মশা। শিলিগুড়ি শহর জুড়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। যদিও এই বিষয়ে উদাসীন রেল। বারবার তাদের জানানোর পরও কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি। এবার ব্যবস্থা নিলেন মেয়র গৌতম দেব।

আরও পড়ুন-অরিজিতের হেঁশেলে ৩০ টাকায় খাবার

এই বিষয়ে তিনি রেলমন্ত্রীকে চিঠি লিখবেন বলে জানালেন। মঙ্গলবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চের রামকিঙ্কর হলে শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে ডেঙ্গি প্রতিরোধের বিষয়ে একটি বৈঠক হয়। পুরনিগমের সমস্ত দলের কাউন্সিলর, জেলা প্রশাসন স্বাস্থ্য অধিকারিকরাও উপস্থিত ছিলেন। শিলিগুড়ি শহরের মধ্যবর্তী এলাকা থেকে পুরনিগমের বিভিন্ন জায়গায় রেলের বিভিন্ন ভবন ও নির্মাণকাজ রয়েছে। যা বর্তমানে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সেগুলি মশার আঁতুড়ঘর হয়ে আছে বলেই ধারণা পুরনিগমের স্বাস্থ্য অধিকর্তাদের।

Latest article