জহরের প্রশ্নে অস্বস্তিতে রেলমন্ত্রী

২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত সময়ে মোদি সরকারের কার্যকালে দেশের বিভিন্ন প্রান্ত মিলিয়ে ট্রেন দুর্ঘটনার সংখ্যা ৬৭৮, যেখানে মৃতের সংখ্যা ৭৪৮৷

Must read

প্রতিবেদন: রাজ্যসভার প্রবীণ তৃণমূল সাংসদ জহর সরকারের প্রশ্নে রীতিমতো অস্বস্তিতে পড়ে গেলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কোনও সদুত্তরই দিতে পারলেন না তিনি। বলে গেলেন নিজের মতো করে। বিগত দুটি অর্থবর্ষে ১৪টি করে ট্রেন দুর্ঘটনা ঘটেছে, জহর সরকারের লিখিত প্রশ্নের উত্তরে জানালেন রেলমন্ত্রী৷ এই প্রসঙ্গেই রেলমন্ত্রীর দাবি, ইউপিএ জমানার তুলনায় ক্রমেই কমছে রেল দুর্ঘটনার সংখ্যা৷ রাজ্যসভায় লিখিত উত্তরে রেলমন্ত্রীর দাবি, ইউপিএ জমানার দশ বছরে ২০০৪ থেকে শুরু করে ২০১৪ পর্যন্ত সময়ে দেশের বিভিন্ন প্রান্ত মিলিয়ে ছোট-বড় রেল দুর্ঘটনা ঘটেছিল ১৭১১টি৷ এর জেরে মৃত্যু হয়েছে ৯০৪ জনের৷

আরও পড়ুন-সম্মানিত হচ্ছেন ৪ শীর্ষ পুলিশকর্তা

২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত সময়ে মোদি সরকারের কার্যকালে দেশের বিভিন্ন প্রান্ত মিলিয়ে ট্রেন দুর্ঘটনার সংখ্যা ৬৭৮, যেখানে মৃতের সংখ্যা ৭৪৮৷ মোদি সরকারের কার্যকালে ট্রেন দুর্ঘটনার জেরে আহতের সংখ্যা ২০৮৭, যেখানে ইউপিএ জমানায় ট্রেন দুর্ঘটনায় আহতের সংখ্যা ৩১৫৫, রাজ্যসভায় দাবি করেছেন রেলমন্ত্রী৷ জুন মাসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার তদন্তে রেলওয়ে সেফটি কমিশনার তদন্ত করছে বলেও রাজ্যসভায় জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷ অটোমেটিক সিগন্যাল ফেলিওর হওয়ার কারণেই এই ট্রেন দুর্ঘটনা হয়েছে কি না, সেই বিষয়ে কোনও কথা বলেননি রেলমন্ত্রী৷

Latest article